কালবৈশাখীর সম্ভাবনা ছিল রাজ্যে। সেভাবে হয়নি। উত্তর, দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টিও হওয়ার কথা ছিল। বেশ কিছু জায়গায় হয়েছে। জানাল আলিপুর হাওয়া অফিস।
তবে আজ রাতে কলকাতা ও তার আশপাশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাাভাস জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২০ থেকে ২২ তারিখের মধ্যে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কয়েকটি জেলায় তা হয়েছে। কলকাতায় বৃষ্টিপাত হয়নি। তবে এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে।
পশ্চিমা বাতাস ঢুকতে শুরু করেছে আমাদের রাজ্যে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে যেমন বৃষ্টি হয়, তেমনটা এবার হয়নি।
হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গে যত পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, তার থেকে বেশি হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে।
আবার পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকবে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে কাল থেকে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।