Advertisement

কলকাতা

West Bengal Weather : শীত ভুলে যান, বাড়বে তাপমাত্রা; বলছে আবহাওয়া অফিস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 28 Nov 2021,
  • Updated 2:51 PM IST
  • 1/8

জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে। 

  • 2/8

রবিবার এই পূর্বাভাস দিল কলকাতা আবহাওয়া দফতর। তাদের তরফে পূর্বাভাস, কলকাতায় যেমন ১৮ ডিগ্রি বা তার আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তেমনই তাপমাত্রা থাকবে। 

  • 3/8

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই এমন আবহাওয়া থাকবে।

  • 4/8

রাতের তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আগামী চার পাঁচদিন লক্ষ্য করা যাবে না। তবে তারপর থেকে বাড়তে পারে তাপমাত্রা। 
 

  • 5/8

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ৩০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে বৃষ্টিপাতও হতে পারে। 
 

  • 6/8

তবে পুরোপুরি ঠান্ডা কবে থেকে পড়বে তা এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হচ্ছে না।

  • 7/8

এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। 

  • 8/8

শনিবার হাওয়া অফিস জানিয়েছিল, উত্তরে পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতায বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। 

Advertisement
Advertisement