Advertisement

কলকাতা

Bengal Weather Forecast: ভেস্তে যেতে পারে পুজোর আগে শনি-রবির বাজার, কোথায় কোথায় বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Sep 2022,
  • Updated 6:05 PM IST
  • 1/8

দুর্গাপুজোর আগে শেষ শনি ও রবিবারেও বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 2/8

তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 3/8

এর ফলে পুজোর আগে মণ্ডপ সজ্জা বা বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। 

  • 4/8

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরের উপরে কোনও নিম্নচাপ নেই। কেবল একটি অক্ষরেখা রয়েছে যা সিকিম থেকে নর্থ ওয়েস্ট বে পর্যন্ত অবস্থিত। এর ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

  • 5/8

তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিপাত হবে না।

  • 6/8

তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকবে। গরমের সঙ্গে থাকে আর্দ্রতাও। কলকাতায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলিসিয়াস থাকতে পারে। ফলে হাঁসফাঁস করা গরম থাকবে। 

  • 7/8

আগামী দু'দিন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির হতে পারে। রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও। 

  • 8/8

সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।
 

Advertisement
Advertisement