Advertisement

কলকাতা

West Bengal Weather Forecast: বসন্ত কি বিদায়ের পথে? আর বৃষ্টি? জানুন আগামী ৫ দিনের পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 04 Mar 2022,
  • Updated 5:51 PM IST
  • 1/8

ভোরের দিকে ফুরফুরে হাওয়া। রোদের ঝাঁজও অনেকটা কম। বসন্ত এসে গিয়েছে। আর বসন্ত আপাতত থাকছে। তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।  

  • 2/8

অসময়ে শ্রাবণ এখন কলকাতায়। শীতকালেও বৃষ্টি হয়েছে। তবে আগামী ৫ দিন অন্তত 'বর্ষা' হচ্ছে না।   

  • 3/8

তবে আগামী ৫ দিন বৃষ্টির কোনও আভাস নেই। 

  • 4/8

বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • 5/8

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোনও সতর্কতা নেই। 
 

  • 6/8

সেই সঙ্গে এমন তাপমাত্রাই থেকে যাবে। কোনও বদল হচ্ছে না। 
 

  • 7/8

আবহাওয়া দফতর জানিয়েছে, দিনে বা রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। যেমন আছে তেমনই চলবে। 
 

  • 8/8

আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায়।

Advertisement
Advertisement