বুধবার পর্যন্ত রাজ্যে তীব্র গরমের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেই থাকবে আগামী কয়েকদিন।
হাওয়া অফিস জানিয়েছে, সমস্ত জায়গাতেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বেশ কয়েকদিন থাকবে। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে।
৩ ও ৪ তারিখ দুই ২৪ পরগনা, ও দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রির মধ্যেই রয়েছে। আগামী চারদিন কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা কম।
৫, ৬ ও ৭ তারিখ বাকি জেলাগুতিতে ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।
তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। তবে, কলকাতা ও দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে ৫ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।
দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৫ তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অন্য়ান্য কয়েকটি জায়গার তাপমাত্রা হল-আসানসোল ৪১.২, বাঁকুড়া ৪১.৬, দার্জিলিং ২৩.২, দিঘা ৩৭.২, দমদম ৩৯.৬, জলপাইগুড়ি ৩৮, মালদা ৪০.৮, সল্টলেট ৩৯, শ্রীনিকেতন ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ফিল হচ্ছে। হাওয়া না থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বেশি রয়েছে। তাই কষ্টের মধ্যেই ৩-৪ দিন কাটাতে হবে। কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকবে, কোথাও থাকবে না। তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে, তাই আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
বাতাসে জলীয় বাষ্প থাকার কারণেই আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সারাদিনই ঘাম হবে। তাই কষ্টটাও বেশি হবে। জোরে হাওয়া না থাকার কারণেই এই সমস্যা।
বাংলায় বর্ষা নিয়ে এখনই কোনও তথ্য দিতে পারেনি আলিপুর হাওয়া অফিস। কেরলে বর্ষা ঢোকার পর এনিয়ে আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।