Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Heatwave Alert: তীব্র তাপপ্রবাহ-অস্বস্তির পূর্বাভাস আজও, কত দিন চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2023,
  • Updated 2:34 PM IST
  • 1/8

তীব্র গরমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। তিন জেলায় হালকা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির বৃষ্টি হবে না। 

  • 2/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ ও ৪ জুন দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রির মধ্যেই থাকবে।

  • 3/8

আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত রাজ্যে তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 4/8

আগামী চারদিনে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা কমই। তবে প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাকি জেলাগুলিতে ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

  • 5/8

তাই বেলা বাড়লে রোদে না বেড়নো, প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দিনভর গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 6/8

কেরালাতে ৪ জুন বর্ষা ঢোকার কথা। কেরালাতে বর্ষা ঢোকার পরই বোঝা যাবে বাংলায় কবে স্বস্তি ফিরছে। তবে আপাতত বর্ষার কোনও আপডেট নেই। অস্বস্তিকর গরমই এখন সঙ্গী রাজ্যবাসীর।

  • 7/8

পাল্লা দিয়ে গরম বাড়ছে উত্তরবঙ্গেও। পাহাড়ে দার্জিলিং-কালিম্পংয়েও হা হুতাশ করা গরম। তাপমাত্রা উত্তরবঙ্গ জুড়ে থাকবে। মালদা ও দুই দিনাজপুরেও থাকবে গরম।

  • 8/8

৫, ৬ ও ৭ তারিখ বাকি জেলাগুতিতে ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৫ তারিখ থেকে ঝড়বৃষ্টি হতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement