নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, টানা ১৪ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
সব থেকে বেশি বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শুধু তাই নয়, এই জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। আজ রাতের মধ্যে ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে নিম্নচাপটি। তবে সেই নিম্নচাপের হাওয়া ঢুকছে আমাদের রাজ্যে।
আর এর অক্ষরেখা রয়েছে বাংলাদেশে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে।
১২ থেকে ১৪ তারিখও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এছাড়াও হাওড়া, হুগলি, বর্ধমান ও মুর্শিদাবাদেও বৃষ্টি হতে পারে।
যা চলবে কালও। এরাজ্যের পাশাপাশি বাংলাদেশেও ভারী বর্ষণ হবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে। এছাড়া থাকবে ঝোড়ো হাওয়া। ৩৫ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে. মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ১২ ও ১৩ তারিখ তাঁদের জন্য এই সতর্কবার্তা।
তবে এই বৃষ্টির ফলে ঘাটতি সামান্য কমেছে। জুলাই, অগাস্টে বর্ষাকালে যে ঘাটতি ছিল তা কমেছে। হাওয়া অফিস মনে করছে, ১২, ১৩, ১৪ তারিখের বৃষ্টি হলে ঘাটতি কমবে।
হাওয়া অফিস আরও জানিয়েছে,অতিভারী বৃষ্টির ফলে সবজি চাষের ক্ষতির সম্ভাবনা থাকবে। তবে ধানচাষের পক্ষে এই বৃষ্টি সহায়ক।