Advertisement

কলকাতা

Weather Bengal : নিম্নচাপের দাপট চলবেই, টানা বৃষ্টি-ফুঁসছে সমুদ্রও,পুজো কি তবে মাটি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2023,
  • Updated 6:21 PM IST
  • 1/12

দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। তার আগেই চাপে বাঙালি। কারণ, আবহাওয়া-প্রাকৃতিক দুর্যোগ। নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যে। একাধিক জায়গা জলমগ্নও।

  • 2/12

তবে এখনই বৃষ্টি থেকে বিরাম নেই। কারণ নিম্নচাপ তার শক্তি এখনই হারাচ্ছে না। বরং শক্তি হারাতে বেশ কয়েকদিন সময় লাগবে। তাতেই সিঁদুরে মেঘ দেখছে রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দফায় দফায় বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে। 

  • 3/12

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপ এখন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। তা খুব ধীর গতিতে এগোচ্ছে। তবে শক্তি এখনই হারাবে না।

  • 4/12

এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে এখনও দমকা হাওয়া বইবে। ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। দিঘার সমুদ্র এমনিতেই ফুঁসছে। সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যয়জীবীদের জন্য। 

  • 5/12

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাদের। টানা বৃষ্টির জেরে সমুদ্র নিকটবর্তী পর্যটনস্থলগুলিতে ভিড় কমেছে। 

  • 6/12

এই বৃষ্টি এখন চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। থাকবে মেঘলা আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 7/12

মঙ্গলবার ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

  • 8/12

কলকাতা, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি ক্রমশ পশ্চিমের দিকের জেলাগুলিতে বাড়বে। 

  • 9/12

পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার।

  • 10/12

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলাতে। 

  • 11/12

তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 12/12

তবে আগামীকাল মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায়।

Advertisement
Advertisement