পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আর সেই মতোই ফিরেছে শীতের (Winter) আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা। সেই মতোই ঘটেছে শীতের প্রত্যাবর্তন।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ (Kolkata) সংলগ্ন অঞ্চলে এখন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাাছি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
আপাতত কলকাতায় আর তাপমাত্রা কমার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যের অন্যান্য জায়গায় আরও ১ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আপাতত কোনও ওয়েদার সিস্টেম না থাকলেও, সোমবার (Monday) নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
তবে সেটা যাবে মূলত তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে। ফলে এই রিজিয়নে সরাসরি খুব বেশি প্রভাব নেই।
আরও পড়ুন - শীতে সন্তানকে রোগ-ব্যাধি থেকে দূর রাখবে গোল মরিচ, কীভাবে খাওয়াবেন?
তবে মঙ্গল বুধবার নাগাদ কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির আকাশ মেঘলা থাকতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রাও।