সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রাও বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা একধাক্কায় বাড়বে ৩ ডিগ্রি মতো। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। তা বেড়ে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গে দিনের যে কোনও সময় বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
তবে বৃষ্টি হলেও সকাল থেকে আগামী দুদিন হালকা কুয়াশা থাকবে। কোথাও মাঝারি বা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টি? বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়।
সোমবার থেকে মঙ্গলবার তাপমাত্রা বাড়লেও বুধবার থেকে তা কমতে শুরু করবে। যদিও ঠিক তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
অর্থাৎ দক্ষিণবঙ্গে নতুন করে শীত ফেরার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করলেও শীত অনুভূত হবে না।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং-এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘন্টায় হালকা তুষারপাতের থাকছে।
যদিও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম।