Advertisement

কলকাতা

Bengal Weather Update: ফের তাপমাত্রা চড়বে, আবার নামবেও, কবে কী ঘটবে? আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2023,
  • Updated 2:10 PM IST
  • 1/9

কয়েকদিন তাপমাত্রা নামার পর ফের কাল থেকে চড়তে চলেছে তাপমাত্রার (Temperature) পারদ। যার কারণে বঙ্গে শীতের আমেজ আবারও উধাও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata) জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে (South Bengal) ওয়েদার পরিষ্কার থাকবে।
 

  • 2/9

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
 

  • 3/9

অর্থাৎ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বেড়ে যাবে। বুধবার পর্যন্ত সাময়িকভাবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্র।

  • 4/9

বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবারও কমবে কয়েক ডিগ্রি। উত্তুরে হাওয়া বইবে। যার কারণে আবারও শীতের আমেজ ফিরে আসবে। কলকাতার চেয়ে জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। 
 

  • 5/9

বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবারও কমবে কয়েক ডিগ্রি। উত্তুরে হাওয়া বইবে। যার কারণে আবারও শীতের আমেজ ফিরে আসবে। কলকাতার চেয়ে জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। 
 

  • 6/9


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার তেমন কোনও সম্ভাবনা নেই। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে।
 

  • 7/9

বেলা বাড়লে দেখা মিলবে ঝলমলে রোদের। কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। 

  • 8/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। যা তাপমাত্রা রয়েছে, সেটাই বজায় থাকবে। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
 

  • 9/9

বাকি জায়গাগুলিতে শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট চোখে পড়বে।

Advertisement
Advertisement