Advertisement

কলকাতা

West Bengal Durga Puja Weather : মহালয়ার পরও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2023,
  • Updated 12:05 PM IST
  • 1/10

দুর্গাপুজোর আগে ফের ভিজতে পারে রাজ্য। আর সেই বৃষ্টি চলবে মহালয়ার পরেও। পূর্বাভাস জারি করল আবহাওয়া বিভাগ। তাদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ১৫ নভেম্বর পর্যন্ত বৃষ্টি চলতে পারে। 

  • 2/10

মহালয়া ১৪ তারিখ। কিন্তু, আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। তা মাঝারি থেকে হাল্কা হতে পারে।

  • 3/10

আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে এই বৃষ্টি চলবে। অর্থাৎ  পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে। 

  • 4/10

আবহাওয়া বিভাগের আরও সতর্কতা, উত্তরবঙ্গ এবং সিকিমেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতেই কিছুদিন আগে সিকিমে বন্যা হয়েছে। তাতে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ বলে খবর। 

  • 5/10


উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে এই বৃষ্টি চলতে পারে। একইভাবে বর্ষণ চলতে পারে ওড়িশা ও বাংলাদেশে। 

  • 6/10

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়,১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের একাধিক রাজ্যে। তালিকায় রয়েছে, কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। 

  • 7/10

সব রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 8/10

এদিকে কলকাতা হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন একেবারেই শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে।

  • 9/10

উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় এবং জলপাইগুড়ি ও কোচবিহারে।

  • 10/10

বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

Advertisement
Advertisement