দুর্গাপুজোর আগে ফের ভিজতে পারে রাজ্য। আর সেই বৃষ্টি চলবে মহালয়ার পরেও। পূর্বাভাস জারি করল আবহাওয়া বিভাগ। তাদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ১৫ নভেম্বর পর্যন্ত বৃষ্টি চলতে পারে।
মহালয়া ১৪ তারিখ। কিন্তু, আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। তা মাঝারি থেকে হাল্কা হতে পারে।
আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে এই বৃষ্টি চলবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগের আরও সতর্কতা, উত্তরবঙ্গ এবং সিকিমেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতেই কিছুদিন আগে সিকিমে বন্যা হয়েছে। তাতে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ বলে খবর।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে এই বৃষ্টি চলতে পারে। একইভাবে বর্ষণ চলতে পারে ওড়িশা ও বাংলাদেশে।
তবে শুধু পশ্চিমবঙ্গ নয়,১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের একাধিক রাজ্যে। তালিকায় রয়েছে, কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড।
সব রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতা হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন একেবারেই শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় এবং জলপাইগুড়ি ও কোচবিহারে।
বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।