আর কয়েকদিন বাকি দুর্গাপুজোর। শেষ কয়েক সপ্তাহ নিম্নচাপের জেরে মুখ ভার ছিল আকাশের। এল বড় আপডেট।
দুর্গাপুজো বাকি আর কয়েকদিন। তার আগে আবহাওয়ার বড় আপডেট দেওয়া হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তাদের তরফে জানানো হল, আগামী ৩ থেকে ৪ দিনের আবহাওয়ার আপডেট।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির এখন সম্ভাবনা নেই। আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি হবে না। তবে আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃষ্টির সম্ভাবনা না থাকার ফলে গরম অনুভূত হবে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বিকেলের দিকে স্বস্তি।
তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি। উপরের ৫ জেলায় বৃষ্টি হবে। তবে সেই বৃষ্টিও হবে বিক্ষিপ্তভাবে। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মহালয়ার দিন নির্বিঘ্নে তর্পন। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হবে।
আগামী ১৪ তারিখ মহালয়া। সেদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় নেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে। ইতিমধ্যেই বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে
তবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঠিক কবে বিদায় নেবে তা এখনও জানানো হয়নি। আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, বর্ষা বিদায় কবে নেবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আবহাওয়াবিদরা মনে করছেন এবারের পুজো কাটবে নির্বিঘ্নে। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে।