Advertisement

কলকাতা

West Bengal Weekly Weather Forecast: নতুন সপ্তাহে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে; কবে, কোন কোন জেলায়?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Sep 2022,
  • Updated 2:30 PM IST
  • 1/9

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বেলায় নামল বৃষ্টি। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন।

  • 2/9

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। তাঁর অবস্থান দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
 

  • 3/9

হাওয়া অফিস জানিয়েছে,ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • 4/9

সোমবার থেকে ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

  • 5/9

মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। এছাড়া আশেপাশের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

  • 6/9

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

  • 7/9

নিম্নচাপের দোসর হয়েছে ভরা কোটাল। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উপকূল তীরবর্তী এলাকাগুলিতে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

  • 8/9

পূর্ণিমার কোটালে দিঘায় বাড়ছে জলোচ্ছ্বাস। নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ৩৫ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • 9/9

বলে রাখি,কয়েক দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গ। টানা ভারী বৃষ্টিও হয়েছে।    
 

Advertisement
Advertisement