Advertisement

'মমতাকে বারমুডা পরতে বলার মধ্যে অশ্লীল ইঙ্গিত ছিল', দিলীপকে নিশানা তথাগতর

একুশের নির্বাচনে BJP আশানুরূপ ফল করতে না পারার কারণে বারবার রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেছেন তথাগত রায়। মঙ্গলবার ৪টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল সামনে আসার পরও আক্রমণের সুর বজায় রেখেছেন তথাগতবাবু। আর তারপর বুধবার ফের দিলীপ ঘোষ-সহ রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেন তিনি।

তথাগত রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2021,
  • अपडेटेड 2:31 PM IST
  • বুধবার একাধিক টুইট করেন তথাগত রায়
  • প্রতিটি টুইটবার্তায় দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন
  • তোপ দেগেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধেও

একুশের বিধানসভা ভোটের আগে ব্যান্ডেজ করা পা দেখানোর জন্য মুখ্যমন্ত্রীকে শাড়ির বদলে বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই ইস্যুতে তাঁকে নিশানা করলেন গেরুয়া শিবিরের প্রবীণ নেতা তথাগত রায়। তাঁর টুইটবার্তা, মমতাকে বারমুডা পরতে বলার মধ্যে অশ্লীল ইঙ্গিত ছিল। আর তাতে দলেরও ক্ষতি হয়েছিল। 

আরও পড়ুন : 'শ্রাবন্তী-বন্দনায় মগ্ন কৈলাসজীর যেন লালা ঝরছিল', টুইটে বিতর্ক

একুশের নির্বাচনে BJP আশানুরূপ ফল করতে না পারার কারণে বারবার রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেছেন তথাগত রায়। মঙ্গলবার ৪টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল সামনে আসার পরও আক্রমণের সুর বজায় রেখেছেন তথাগতবাবু। আর তারপর বুধবার ফের দিলীপ ঘোষ-সহ রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেন তিনি। 

এদিন একাধিক টুইট করেন তিনি। প্রতিটি টুইটবার্তায় দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যে একের পর এক টুইট করে দলকে আক্রমণ করেছেন, তাতে কেউ কেউ তথাগতবাবুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই সব প্রশ্নের উত্তরে বিজেপি নেতা লেখেন, 'আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন।শুনে নিন। নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।' 

ভোটের আগে হুইলচেয়ারে বসেই প্রচার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এই টুইটবার্তার আগে তিনি আরও একটি টুইট করেন সেখানেই বারমুডা প্রসঙ্গ তুলে নাম না করে দিলীপ ঘোষকে নিশানা করেন। লেখেন, ' সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। ’বারমুডা’ কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে “পুঁতে দেব”, “শবদেহের লাইন লাগিয়ে দেব”, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে।'

Advertisement

আরও পড়ুন : এরপর নির্বাচন হলে ১০০% ভোট পাবে TMC', কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, একুশের ভোটের প্রচারে পুরুলিয়ায় এক সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, 'উনি শাড়ি পরে পা দেখাচ্ছেন। তার থেকে ভালো উনি বারমুডা পরতে পারেন। ভালো করে দেখাতে পারবেন।' 

দিলীপ ঘোষের এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। তৃণমূল-সহ বিরোধীরা এই মন্তব্যের নিন্দা করেন। যদিও দিলীপ ঘোষ এই মন্তব্যের জন্য ক্ষমা চাননি। তিনি নিজের অবস্থানেই অনড় ছিলেন।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement