Advertisement

Mamata Banerjee and Suvendu Adhikari: 'ভাই' সম্বোধন-আলাদা সাক্ষাত্‍, আজ মমতা-শুভেন্দুই ছেয়ে রইলেন বিধানসভায়

শুক্রবার সকালে সংবিধান দিবস নিয়ে বিধানসভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু। শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি, ফর দ্য পার্টি।' শুভেন্দুর এই বক্তব্যের জবাবে পাল্টা মমতা বলেন, বিজেপি যে আচরণ করছে, তা তো অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি।

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2022,
  • अपडेटेड 6:39 PM IST

পশ্চিমবঙ্গের গত একবছরের রাজনৈতিক ঘটনাপ্রবাহে আজ অর্থাত্‍ শুক্রবার দিনকে একেবারে অন্য রকম বলাই যায়। চুম্বকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Mamata Banerjee and Suvendu Adhikary Meeting) সাক্ষাত্‍। বিধানসভায় শুভেন্দুকে 'ভাই' বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার সকালে সংবিধান দিবস নিয়ে বিধানসভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু। শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি, ফর দ্য পার্টি।' শুভেন্দুর এই বক্তব্যের জবাবে পাল্টা মমতা বলেন, বিজেপি যে আচরণ করছে, তা তো অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি।

এই ঘটনার আগে শুভেন্দুকে বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান মু্খ্যমন্ত্রী। দেখা করতে যান বিরোধী দলনেতাও। সৌজন্য সাক্ষাৎ শেষে বিধানসভায় মমতার বক্তব্যেও চমক। অধিবেশনে মমতা শুভেন্দুকে 'ভাই' বলে সম্বোধন করেন।

আরও পড়ুন: Suvendu-Mamata Meeting: মমতার সঙ্গে কী নিয়ে কথা? সাক্ষাতের পর জানালেন শুভেন্দু, সেটিং দেখছে CPM

 বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন শুভেন্দু অধিকারী। মাত্র তিন থেকে চার মিনিট মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা। শুভেন্দুদের চা অফার করেন মমতা। তবে চা খাননি শুভেন্দুরা।

এরপর বিধানসভায় মমতা বলেন, 'ভাইয়ের মতো স্নেহ করতাম যাঁকে, সে বলল গণতন্ত্র নিয়ে। দল গঠনের সময় আপনি ছিলেন না। শিশিরদা আমাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। আমি তাঁকে সন্মান করি।'

মমতার সঙ্গে সাক্ষাত্‍ প্রসঙ্গে শুভেন্দু  বলেন,'৩-৪ মিনিট সৌজন্য বিনিময় হয়েছে। এর মধ্যে অন্য কিছু নেই। রাজ্যের স্বার্থে বিধানসভায় শাসক-বিরোধী যখনই সমন্বয় চাইবেন পাশে থাকব।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement