Advertisement

'কলকাতা KK-কে খুন করল,' চাঞ্চল্যকর অভিযোগ ওম পুরীর স্ত্রীর

কলকাতার রবীন্দ্র সদনে রাখা হয় কে কে-র মরদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গান স্যালুটও জানান হয়। এদিকে প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কলকাতায় লাইভ পারফরম্যান্সের আয়োজন করার ক্ষেত্রে শহরের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কেকের মৃত্যু নিয়ে নন্দিতা পুরীর অভিযোগ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Jun 2022,
  • अपडेटेड 5:48 PM IST
  • কেকে-র মৃত্যু নিয়ে প্রশ্ন
  • প্রশ্ন তুললেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী

কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী কেকে। শহরে টানা দুদিন পারফরম্যান্স ছিল তাঁর। কনসার্টের পর হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন KK। ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শীঘ্রই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কলকাতায় শিল্পীর লাইভ পারফরম্যান্সের শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

কলকাতার রবীন্দ্র সদনে রাখা হয় কে কে-র মরদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গান স্যালুটও জানান হয়। এদিকে প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কলকাতায় লাইভ পারফরম্যান্সের আয়োজন করার ক্ষেত্রে শহরের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফেসবুকে তিনি লেখেন,"পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। কলকাতা কে কে হত্যা করেছে এবং সরকার তাদের ত্রুটিপূর্ণ নজরুল মঞ্চের জন্য রাষ্ট্রীয় বিদায় দিয়ে ঢেকে দিচ্ছে; ২.৫k ধারন ক্ষমতায় ৭k ভিড়, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি; গায়ক প্রচন্ডভাবে ঘামছেন, ৪ বার জানিয়েও করেও কোন লাভ হয়নি। কোনও প্যারামেডিক নেই। কোনও প্রাথমিক চিকিৎসা নেই। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি হারিয়ে গেছে। এটির সিবিআই তদন্ত করা দরকার এবং ততক্ষণ বলিউডের বাংলায় অনুষ্ঠান করা বয়কট করা উচিত(sic)।"

বুধবার কলকাতার রবীন্দ্র সদনে কেকে-র মরদেহ আনা হয়। শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেকে-কে শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কলকাতা থেকে দেহ নিয়ে যাওয়া হয় মুম্বইতে। 

আরও পড়ুনছুঁতেন না মদ-সিগারেট, স্বাস্থ্যকর লাইফস্টাইলের পরেও...

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement