Advertisement

চিটফান্ড মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর

আইকোর চিটফান্ড-কাণ্ডে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল CBI। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে কলকাতার CBI দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মার্চের ১২ তারিখে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছিল CBI।

পার্থ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Sep 2021,
  • अपडेटेड 12:06 PM IST
  • আইকোর চিটফান্ড-কাণ্ডে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল CBI
  • আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে কলকাতার CBI দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
  • এর আগেও তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

আইকোর চিটফান্ড-কাণ্ডে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল CBI। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে কলকাতার CBI দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মার্চের ১২ তারিখে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছিল CBI। ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিলেন কেন্দ্রীয়  গোয়েন্দারা।

সূত্রের খবর, এই অনুকূলের কাছে পাওয়া তথ্য থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  চলতি মাসের১৩ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের এও দাবি, পার্থ চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করার জ়ন্য বেশ কয়েকমাস ধরে তথ্য় প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন। আর তাঁদের হাতে একটি ভিডিও এসেছে। সেই ভিডিওকে হাতিয়ার করেই এগোতে চাইছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন : এইগুলো খান, নিমেষে দূর হবে ঘাড়-কোমর-হাত ও পায়ের ব্যথা

কী আছে সেই ভিডিওতে? সূত্রের খবর, সেই ভিডিওতে আইকোরের একটি অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। সেখানে তিনি এই চিটফান্ডের সমর্থনে কথা বলছেন। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন আইকোর কর্তা। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন কেন তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। কারণ, তার আগেই আইকোরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। 

CBI সূত্রে এও খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে কোনও একটি ক্লাবের অ্যাকাউন্টে আইকোরের টাকা ঢুকেছে। সেই সংক্রান্ত কোনও তথ্যা পার্থ চট্টোপাধ্যায় জানতেন কি না সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। 

আরও পড়ুন : 'মমতার বিরুদ্ধে BJP-র প্রার্থী সুবোধ!' টুইট তথাগতর

এর আগে  যখন জিজ্ঞাসাবাদের জন্য পার্থবাবুকে তলব করা হয়েছিল, সেই সময় প্রশাসনিক কাজের চাপ থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। সূত্রের খবর, এরপরও তাঁকে তলব করে তদন্তকারী সংস্থা। তবে সেবারও তিনি হাজিরা দেননি। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement