Advertisement

১৬ জুলাই থেকে সাধারণের জন্য চালু মেট্রো, ঘোষণা নবান্নর

আগামী ১৬ জুলাই থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো। আজ নবান্নের তরফে জারি করা করোনা নিয়ে নয়া গাইডলাইনে এই ঘোষণা করা হয়েছে।

কলকাতা মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2021,
  • अपडेटेड 6:29 PM IST
  • ১৬ জুলাই থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো
  • করোনার নয়া গাইডলাইন প্রকাশ করে জানাল নবান্ন
  • তবে এখনই চালু হচ্ছে না ট্রেন পরিষেবা

আগামী ১৬ জুলাই থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো। আজ নবান্নের তরফে জারি করা করোনা নিয়ে নয়া গাইডলাইনে এই ঘোষণা করা হয়েছে। তবে রেল এখনই চালু হচ্ছে না। 

আজ রাজ্য সরকার নতুন করে করোনার বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সেখানে জানিয়েছে,  রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত  বাড়ল বিধিনিষেধের মেয়াদ। তবে ১৬ জুলাই থেকে মেট্রো চলাচল করবে সাধারণের জন্য। সপ্তাহে ৫ দিন চালানো হবে মেট্রো। কোন সময় বা কতগুলি মেট্রো চালানো হবে, নির্দেশিকায় সেই সংক্রান্ত কোনও তথ্য সামনে আনেনি রাজ্য সরকার। 

আরও পড়ুন : হঠাত্‍ রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে কী নিয়ে কথা?

মেট্রো নিয়ে নির্দেশিকায় জানিয়েেছে, '১৬ জুলাই থেকে চলবে মেট্রো। ৫০ শতাংশ আসন ব্যবহার করা হবে। শনি ও রবিবার বাদ সপ্তাহের বাকি ৫ দিন চালানো হবে। মেট্রোতে মেনে চলতে হবে করোনার বিধি নিষেধ। পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। নিয়মিত স্যানিটাইজ করতে হবে মেট্রোর রেকগুলিকে।' 

অন্যদিকে ট্রেন পরিষেবা নিয়ে নবান্নের ঘোষণা, আপাতত ট্রেন বন্ধই থাকবে। স্পেশাল ট্রেন যেভাবে চলছে সেভাবেই চলবে। 

মেট্রো ও ট্রেন নিয়ে নবান্নের গাইডলাইন

প্রসঙ্গত, রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তবে এখনই পুরোপুরি আনলকের পথে হাঁটছে না রাজ্য। তবে অফিস-সহ বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করায় বাড়ি থেকে বেরিয়ে মেট্রো না পেয়ে বিপদে পড়তে হচ্ছিল কলকাতাবাসীকে। মেট্রো চালু হওয়ায় তাঁরা খুশি। যদিও চলতি মাসের ১০ তারিখেই  ৯০ থেকে বাড়িয়ে স্পেশাল মেট্রোর সংখ্য়া ১০৪ করা হয়।  

আরও পড়ুন : দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্ত, শুভেন্দুর বাড়িতে CID

পাশাপাশি শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখেই মেট্রোকর্মীসহ তাঁদের পরিবারবর্গের টিকাকরণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত সোমবার এনিয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশি। 

Advertisement

নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি, রাজ্যে লোকাল ট্রেন চালু করা হোক। সেই দাবিতে শিয়ালদা ও হাওড়া শাখার একাধিক স্টেশনে বিক্ষোভও হয়েছে। তবে এখনই লোকাল ট্রেন চালুর পথে হাঁটতে চাইছে না রাজ্য সরকার। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement