Advertisement

মাস্ক না পরলে শাস্তি, ব্যবসায়ীদের দোকান তুলে দেওয়ার নির্দেশ কলকাতার মেয়রের

Corona রুখতে রাজ্যজুড়ে কড়া বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কলকাতায় সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি। গত ৭ দিনে ১৫ গুণ সংক্রমিত হয়েছেন। তারপরও কলকাতার বাজার, দোকান, রাস্তাঘাটে মাস্ক ছাড়া সাধারণ মানুষকে বেড়াতে দেখা গিয়েছে। তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম (ফাইল ছবি)
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 03 Jan 2022,
  • अपडेटेड 4:57 PM IST
  • Corona রুখতে রাজ্যজুড়ে কড়া বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার
  • কলকাতায় সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি
  • তারপরও মাস্ক পরছেন না অনেকেই

Corona রুখতে রাজ্যজুড়ে কড়া বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কলকাতায় সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি। গত ৭ দিনে ১৫ গুণ সংক্রমিত হয়েছেন। তারপরও কলকাতার বাজার, দোকান, রাস্তাঘাটে মাস্ক ছাড়া সাধারণ মানুষকে বেড়াতে দেখা গিয়েছে। তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানিয়ে দিলেন, মাস্ক না পরলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

কী কী ব্যবস্থা? চেতলায় একটি ভ্যাকসিনেশনের ক্যাম্প থেকে ফিরহাদ হাকিম বলেন, 'রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। নো মাস্ক নো সেল ঘোষণা করা হয়েছে। বাজারে আমরা মাইকিং করছি। পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরতেই হবে। আর যে বিক্রেতা মাস্ক পরবেন না, তাঁর দোকান তুলে দেওয়া হবে। যে হকার বা দোকানদার মাস্ক পরবেন না, পুলিশকে বলেছি, তাঁদের তুলে দেওয়ার জন্যে।' 

আরও পড়ুন : ৭টার পর নির্ধারিত লোকাল ট্রেনগুলির কী হবে?

ফিরহাদ হাকিম আরও জানান, 'সংক্রমণ ঠেকাতে কনটেনমেন্ট জোন আজই চূড়ান্ত হয়ে যাবে।  সেফ হোম খোলা হবে। ওমিক্রনে আক্রান্ত হলে মানুষ ৫ দিন মতো অসুস্থ থাকছে। বাড়িতে থেকেই সেরে উঠছে। সংক্রমিতরা ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে না। তাই সবাইকে সাবধানে থাকতে হবে। আর যাদের  ঘর অল্প। একটা ঘরে অনেকেই থাকেন, তাঁদের সেফ হোমে রাখার ব্যবস্থা করা হবে।' 

আরও পড়ুন : গত ৭ দিনে সংক্রমণে সব শহরকে ছাপিয়ে গেল কলকাতা

ফিরহাদ হাকিম আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকাতে এই ওমিক্রন ব্যাপক ছড়িয়েছিল। এখন আর নেই। একে করোনা ফ্লু বলা যেতে পারে। খুব তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে আমাদের সাবধানে থাকতে হবে।'  

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement