Advertisement

লাইফস্টাইল

Get Fit After Weekend: লম্বা ছুটিতে জমিয়ে খেয়ে স্বাস্থ্যের হাল খারাপ? ৫ টিপসে হয়ে উঠুন একবারে ফিট

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • Updated 4:05 PM IST
  • 1/9

শুক্রবার ছিল সরস্বতী পুজো। সে দিন আবার নেতাজি জন্মজয়ন্তীও পালিত হয়েছে। তারপর শনি, রবি এমনিই ছুটি। আর আজ সোমবার ছুটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। অর্থাৎ লম্বা উইকএন্ড।

  • 2/9

আর বাঙালির ছুটি মানেই খাওয়াদাওয়া। বিরিয়ানি, কাবাব থেকে পিৎজা, বার্গার, মোমো, সবই থাকে লিস্টে। আর এই ধরনের খাবার খেয়ে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না। 

  • 3/9

তাই যাঁরা এই সময় বাইরের খাবার খেয়ে ফেলেছেন, তাঁরা সতর্ক হন। আজ থেকে এমন কিছু নিয়ম মেনে চলুন, যাতে আর ওজন বাড়বে না। পাশাপাশি শরীর থাকবে সুস্থ। 
 

  • 4/9

সবার প্রথম আজ থেকে বাইরের খাবার বন্ধ করতে হবে। তার বদলে ডায়েটে রাখতে পারেন কিছু পরিচিত বাড়ির খাবার। তাতেই শরীর ভাল থাকবে। 
 

  • 5/9

রোজ একটা করে ফল খান। এতে রয়েছে ফাইবার যা শরীরের হাল ফেরাবে। এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। 

  • 6/9

শাক, সবজিও এই সময় খেতে হবে। তাতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে রাখবে সুস্থ। পাশাপাশি এতে মজুত ফাইবারের গুণে কমবে ওজন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

  • 7/9

জল পান বাড়ান। তাহলে ঠিক ঠাক প্রস্রাব হবে। যার ফলে দেহ থেকে বেরিয়ে যাবে টক্সিন। আপনাকে বড় কোনও রোগের ফাঁদে পড়তে হবে না। 

  • 8/9

নিয়মিত করুন এক্সারসাইজ। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম হল মাস্ট। যে কোনও ধরনের এক্সারসাইজ করতে পারেন। তাতেই লাভ পাবেন হাতেনাতে। 

  • 9/9

রোজ পর্যাপ্ত সময় ঘুমান। দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম হল মাস্ট। এই নিয়মটা মেনে চললেই খেলা ঘুরে যাবে। দেখবেন অনায়াসে কমে যাবে ওজন। পাশাপাশি শরীর ভাল থাকবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement