Advertisement

লাইফস্টাইল

Vitamin D পেতে মিনিমাম কতক্ষণ রোদ লাগাতেই হবে? ৭ দিনে রেজাল্ট পাবেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2025,
  • Updated 2:42 PM IST
  • 1/10

ভিটামিন ডি শরীরের হাড় মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

  • 2/10

সূর্যের UV-B রশ্মি ত্বকের মাধ্যমে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে।
 

  • 3/10

প্রতিদিন কমপক্ষে 10-15 মিনিট রোদে দাঁড়ানো উচিত, বিশেষত সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে।
 

  • 4/10

পা বা হাতে সরাসরি রোদ লাগলে এই সময় যথেষ্ট। তবে শীতকালে বা গাঢ় বর্ণের ত্বকের ক্ষেত্রে 20-30 মিনিট পর্যন্ত রোদ নেওয়া ভালো।
 

  • 5/10

গাঢ় ত্বকে মেলানিন বেশি থাকার কারণে ভিটামিন ডি তৈরি হতে একটু বেশি সময় লাগে।
 

  • 6/10

সানস্ক্রিন ব্যবহারে UV-B রশ্মি ত্বকে পৌঁছায় না। তাই ভিটামিন ডি-র জন্য কিছু সময় সানস্ক্রিন ছাড়া রোদে দাঁড়ানো জরুরি।
 

  • 7/10

যাঁরা ঘরে থাকেন, তাঁদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা খাবারের মাধ্যমে এই ভিটামিন পূরণ করা উচিত।
 

  • 8/10

ডিমের কুসুম, ফ্যাটি ফিশ (যেমন স্যামন), দুধ এবং সিরিয়াল ভিটামিন ডি-এর ভালো উৎস।
 

  • 9/10

তবে মনে রাখবেন, অতিরিক্ত রোদে দাঁড়ালে ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

  • 10/10

তাই মনে রাখবেন, ভিটামিন ডি শরীরের হাড় মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement