Advertisement

স্বাস্থ্য

Suicide Prevention Helpline Numbers: কেউ সুইসাইড করতে পারে? বুঝতে পারলেই বাঁচাতে রইল হেল্পলাইন নম্বর

Aajtak Bangla
  • 01 Sep 2023,
  • Updated 5:57 PM IST
  • 1/9

Suicide Prevention and Mental Health Helpline Numbers: দেশে ক্রমশই বেড়ে চলেছে আত্মহত্যার সংখ্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপের্ট অনুযায়ী, ২০২১ সালে দেশজুড়ে ১ লক্ষ ৬৪ হাজার ৩৩ জন আত্মহত্যা করেন। অর্থাৎ, প্রতিদিন প্রায় ৪৫০ মানুষ আত্মহত্যা করেন।

  • 2/9

এই সংখ্যা ২০২০ সালে দেশে হওয়া মোট আত্মহত্যার ঘটনার তুলনায় ৭.২ শতাংশ বেশি। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ১.৫৩ লক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, পৃথিবীজুড়ে ফি বছর ৭ লক্ষরও বেশি মানুষ আত্মহত্যা করেন। 

  • 3/9

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপের্ট অনুযায়ী, ২০২১৭ সালের পর থেকে ২০২১ সালের মধ্যে দেশে আত্মহত্যার ঘটনা ২৬ শতাংশ বেড়ে গিয়েছে। অসংখ্য মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হতাশা, একাকিত্ব ও মানসিক চাপের কারণে আত্মহত্যার ঘটনা দ্রুত হারে বাড়ছে। 

  • 4/9

এছাড়াও, স্বাস্থ্য সংক্রান্ত কারণেও অনেক সময় আত্মহত্যার ঘটনা ঘটছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপের্ট অনুযায়ী, গত বছর প্রায় ৩৩ শতাংশ আত্মহত্যা পারিবারিক সমস্যার কারণে এবং ১৯ শতাংশ আত্মহত্যা রোগ-ব্যাধির কারণে ঘটেছিল।

  • 5/9

শেষ পাওয়া পরিসংখ্যানে আত্মঘাতীদের মধ্যে ২৪ শতাংশ মানুষের শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত আর এর মধ্যে ৪.৬ শতাংশ মানুষ এমনও ছিলেন যাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার চেয়েও বেশি।

  • 6/9

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট আত্মঘাতী মানুষের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি। উচ্চশিক্ষার ধকল, পারিবারিক প্রত্যাশার চাপে অনেক কলেজ পড়ুয়াও আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

  • 7/9

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, ভারতে প্রতি ১০টি আত্মহত্যার মধ্যে ৬-৭ জনই পুরুষ। অর্থাৎ, দেশের মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যেই আত্মহত্যার ঘটনা বেশি। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছরে প্রতি বছর ৪০-৪৮ হাজার মহিলা আত্মহত্যা করেছেন। যেখানে এই ২১ বছরে পুরুষের মধ্যে আত্মহত্যার ঘটনা ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখের গণ্ডি পেরিয়েছে।

  • 8/9

সর্বাধিক আত্মহত্যার খবর পাওয়া গেছে মহারাষ্ট্রে। তারপরেই এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের নাম। দেশের মোট আত্মহত্যার ৫০.৪ শতাংশই ঘটেছে এই পাঁচটি রাজ্য। আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক হেল্পলাইন নম্বর দেশের সব রাজ্যেই রয়েছে।

  • 9/9

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এই প্রতিবেদনে আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের হেল্পলাইন নম্বর দেওয়া হল। লাইফলাইন ফাউন্ডেশন সোম-রবি (সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত) হেল্পলাইন নম্বর: 033 24637401, 033 24637432। NIBS হেল্পলাইন সোম-শুক্র (সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত) হেল্পলাইন নম্বর: +91-98364 01234, +91-033 2286 5603।

Advertisement
Advertisement