Advertisement

লাইফস্টাইল

Prevent Cough And Cold: বারবার বিরক্ত করবে না সর্দি, কাশি, জেনে নিন সুস্থ থাকার ৫ সহজ টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • Updated 11:26 AM IST
  • 1/9

অনেকেই সর্দি, কাশির সমস্যায় জেরবার। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা নিয়মিত ওষুধ খান। কিন্তু সমস্যা লেগেই থাকে। এই আজ ঠিক হল তো ৫ দিন পর আবার সমস্যা।
 

  • 2/9

যদিও ভাল খবর হল, কিছু নিয়ম মেনে চললেই অনায়াসে সর্দি, কাশি, জ্বরের মতো সমস্যার থেকে দূরে থাকতে পারবেন। এমনকী শরীর থাকবে সুস্থ। 

  • 3/9

এই সব সমস্যা প্রতিরোধের কিছু উপায় সম্পর্কে জেনে নিন। তারপর এই সব নিয়ম মেনে চলুন। ব্যাস, তাহলেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।

  • 4/9

আপনাকে অবশ্যই হাত ধুয়ে ফেলার অভ্যাস তৈরি করতে হবে। নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন। তাহলেই বিপদ এড়াতে পারবেন।

  • 5/9

ভিড়ের থেকে বাঁচতে হবে। যতটা সম্ভব ভিড়ের থেকে দূরে থাকুন। তাহলেই দেখবেন সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

  • 6/9

মাস্ক পরুন। বিশেষত, ঘরের বাইরে বেরলে মাস্ক পরা মাস্ট। তাহলেই ভাইরাসের বিপদ এড়াতে পারেন। সর্দি, কাশি হবে কম। 

  • 7/9

পাতে রাখুন মরসুমি ফল, শাক ও সবজি। এগুলিতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। যেই কারণে ইমিউনিটি বাড়বে। শরীর থাকবে সুস্থ। 
 

  • 8/9

মদ্যপান ও ধূমপান করবেন না। এগুলি শরীরের জন্য ক্ষতিকর। কমিয়ে দিতে পারে ইমিউনিটি। যার ফলে সর্দি, কাশি লেগে থাকে। তাই এই সব নেশা ত্যাগ করুন। 
 

  • 9/9

পরিশেষে একটা বোনাস টিপস। এই সমস্যা থেকে বাঁচতে ইনফ্লুয়েঞ্জা টিকা নিয়ে নিন। পাশাপাশি নিতে পারেন নিউমোনিয়ার টিকাও। তাতে সুরক্ষিত থাকবেন।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement