Advertisement

লাইফস্টাইল

Best Time For Lunch: লাঞ্চ করার সেরা সময় কখন? ফিট থাকতে জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2025,
  • Updated 3:14 PM IST
  • 1/9

আমরা সবাই নিয়মিত লাঞ্চ করি। দুপুরে এই খাবারটা খেয়েই গ্রহণ করি এনার্জি। তারপর আবার শুরু হয় কাজ।

  • 2/9

কিন্তু মুশকিল হল, অনেকেই দুপুরে খাবার খাওয়ার সঠিক সময়টা জানেন না। তাই তারা খেতে খেতে ৩টা বা ৪টে বাজিয়ে দেন। আর এটাই ভুল করেন।

  • 3/9

বিশেষজ্ঞদের মতে, বেশি দুপুর করে খেলে একাধিক সমস্যা হতে পারে। বিশেষত, গ্যাস, অ্যাসিডিটি নিতে পারে পিছু।

  • 4/9

এছাড়া এত দেরি করে খেলে খাবার হজম হতেও চায় না। যার ফলে আরও সমস্যা হতে পারে। তাই সাবধান হতে হবে। লাঞ্চ সেরে নিতে হবে ঠিক সময়।

  • 5/9

এখন প্রশ্ন হল, দুপুরে কখন খাওয়া উচিত? বিশেষজ্ঞরা মনে করেন সকাল ১১টা থেকে ১টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। এটাই লাঞ্চ করার সেরা সময়।

  • 6/9

তবে চাইলে দুপুর ২টো পর্যন্ত খেতে পারেন। এই সময়ের বাইরে খেলে সমস্যা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • 7/9

আর একটা কথা, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খেতে হবে। আজ যেই সময় লাঞ্চ করছেন, কালও সেই সময়ই করা উচিত। তাতেই সুস্থ থাকবে শরীর। পেট ভাল থাকবে।

  • 8/9

এই সময় হালকা খাবার খান। পাতে ভাত বা রুটি, সবজি, মাছ, ডিম, চিকেন রাখতে পারেন। যারা নিরামিষ খান, তারা সোয়াবিন, টোফু, পনিরে রাখুন ভরসা। তাতে উপকারই মিলবে।

  • 9/9

খাবার খাওয়ার ১০ থেকে ১৫ মিনিট বাদে একটু হেঁটে নিতে পারেন। তাতে সুগার, প্রেশার, কোলেস্টেরল থাকবে কন্ট্রোলে। আপনি সুস্থ থাকবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement