Advertisement

লাইফস্টাইল

Toy Train Alternatives Adventure In Darjeeling: টয়ট্রেন বন্ধে মন খারাপ! আরও মজার বিকল্প আছে দার্জিলিংয়ে, জানতেন?

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 04 Sep 2022,
  • Updated 5:40 PM IST
  • 1/10

দুর্যোগে ধসে গিয়েছে টয়ট্রেনের লাইন। ফলে আপাতত শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয়ট্রেনযাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের এটি চালু করা যাবে তা এখনও জানা যায়নি। জরুরিকালীন ভিত্তিতে কাজ চলছে টয়ট্রেন লাইন পুনর্স্থাপনের চেষ্টায়। কিন্তু সব কিছুর পেছনেই রয়েছে একটা ঘোর অনিশ্চয়তা। এই পরিস্থিতি সামলে তাহলে কী পুজোয় দার্জিলিং পাহাড়ে ঘোরার আনন্দ মাটি হয়ে যাবে?  টয় ট্রেন না মিললেও রয়েছে বেশ বিকল্প। যা আপনাকে কয়েক মুহূর্তেই ভুলিয়ে দিতে পারে টয় ট্রেনে যাত্রা না করতে পারার দুঃখ।
 

  • 2/10

প্রথমত শিলিগুড়ি থেকে দার্জিলিং, টয় ট্রেন বন্ধ থাকলেও যারা শুধুমাত্র টয় ট্রেনের মজা নিতে চান, তারা কিন্তু কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত জয়রাইডে চাপতেই পারেন। যদিও সেখানে টিকিট মেলা এখন একটু মুশকিল, তবে বেশ কিছু ট্রেনের জয়রাইডের সংখ্যা বাড়ানো হয়েছে। পর্যটন মরশুমের কথা মাথায় রেখে দুধের স্বাদ ঘোলে হলেও টয়ট্রেনের স্বাদ আপনি পেতে পারেন।

  • 3/10

প্যারাগ্লাইডিং (Paragliding)

কালিম্পং এর ডেলো থেকে প্যারাগ্লাইডিং করা যায়। সঙ্গে গাইড নিয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়লেই কেল্লাফতে। দুপাশে চা বাগান আর উঁচু-নিচু পাহাড়ের মধ্য দিয়ে মেঘের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে নেমে আসুন পালকের মতো হালকাচালে। খরচ পড়বে তিন থেকে চার হাজার টাকা।

  • 4/10

ওয়াটার রাফটিং (River Water Rafting)

তিস্তা ও রঙ্গিত নদীতে ওয়াটার রাফটিং গত বেশ কিছু বছরে দুর্দান্ত আকর্ষণীয় একটি অ্যাডভেঞ্চার স্পোর্টসরূপে দার্জিলিং পর্যটনকে রাজস্ব এনে দিচ্ছে। সম্পূর্ণ সুরক্ষা বিধি মেনেই রিভার ওয়াটার রাফটিংয়ের সুযোগ নিতে পারেন। তীব্র গতিতে ধেয়ে আসা জলস্রোতের ওপর ভাসতে ভাসতে চলে যান যেখানে খুশি। মেল্লি এবং ত্রিবেণী থেকে এই রিভার ওয়াটার রাফটিং করা যায়। খরচ বিভিন্ন সময়ে কম-বেশি হয় যোগাযোগ করে নিতে হবে।

  • 5/10

ট্রেকিং 

ট্রেকিংও একটি অন্তত আকর্ষণীয় বিকল্প হতে পারে। কোনও কিছু চাপার দরকার নেই। শুধুমাত্র গাইড সঙ্গে নিয়ে হিমালয়ের উঁচু-নিচু পাথরে হাঁটতে হাঁটতে রওনা দিন বিভিন্ন গন্তব্যে। পিঠে থাকুক রুকস্যাক, হাতে লাঠি। সঙ্গে নিয়ে নিন চা, কফি, স্ন্যাকস। মাঝেমধ্যে পাহাড়ের দুর্গম ঢালে কোথাও বসে চায়ে চুমুক দেওয়ার মতো স্বর্গীয় স্বাদ আর কোথায় পাবেন? একাধিক রুটে ট্রেকিং রয়েছে। যাওয়ার আগে বিভিন্ন ট্যুর গাইড এবং অপারেটর সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। সান্দাকফু, ফালুট সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় ট্রেকিং রুট । খরচ মোটামুটি বারোশো টাকা মত পড়বে।

  • 6/10

কায়াকিং (Kayaking)

যদি আপনি প্রবল জলস্রোতের চাপ পছন্দ না করেন, তাহলে আপনি শান্ত জলস্রোতে কায়াকিং বেছে নিতে পারেন। জলের গতি তেমন নেই। একা একাই বেরিয়ে পড়ুন কায়াক ভাড়া করে। দার্জিলিংয়ের সিংলা থেকে কায়াকিং করা যায়। দুপারে নানা রকমের শাক সবজি চাষ করা রয়েছে। মাঝখান দিয়ে আপনি নির্জনে ঘুরে আসতে পারেন কয়েক ঘন্টা। খরচ সময় সাপেক্ষে বদলে যায় তাই যোগাযোগ করে নেওয়ার সময় জানতে পারবে।

  • 7/10

মাউন্টেন বাইকিং (Mountain Biking)

দার্জিলিং এর আধুনিক অ্যাডভেঞ্চার স্পোর্টস এর মধ্যে অন্যতম পছন্দের মাউন্টেন বাইকিং। অপ্রচলিত পথে, বা বলা যায় সেটা কোনও পথই নয়,  আপনি অ্যাডভেঞ্চারের রাস্তা দিয়ে আসতে চাইলে মাউন্টেন বাইকিং, আপনাকে অপার আনন্দ দেবে। দুটি মাউন্টেন বাইকিং স্টার্টিং পয়েন্ট রয়েছে। একটি ঘুম এবং অন্যটি পশুপতি মার্কেট। সাইকেল চেপে ৫৮ কিলোমিটার সোজা মিরিকে নেমে রাতে থাকতে পারেন। পরদিন সকালে মিরিক থেকে দুধিয়া হয়ে আরও ৫২ কিলোমিটার পাহাড়ি পথে নেমে আসতে পারবেন শিলিগুড়ি। মাউন্টেন বাইকের খরচ পড়বে সাড়ে চার হাজার টাকার মত।

  • 8/10

রোপওয়ে (Rope way)

দার্জিলিং এর উপরে সিংমারি এলাকায় রোপওয়ে সবসময়ই পর্যটকদের অন্যতম পছন্দের। কম ঝুঁকিপূর্ণ রোপওয়ে চেপে আপনি টয় ট্রেনের চেয়ে বেশি আনন্দ উপভোগ করবেন তা বলা যায়। খরচ ১২০০ থেকে ২০০০ টাকা।

  • 9/10

হট এয়ার বেলুন (Hot Air Baloon)

যারা প্যারাগ্লাইডিংয়ে ভয় পান এবং দ্রুত নেমে আসা ধকল নিতে পারেন না, তারা বিকল্প হিসেবে হট এয়ার বেলুন চেপে আকাশে উড়ে বেড়াতে পারেন। ধীরে ধীরে চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে এর চেয়ে ভাল কোনও উপায় আর নেই। দার্জিলিংয়ে সুযোগ রয়েছে। খরচ দেড় হাজার টাকা। কীভাবে যাবেন, তার জন্য টুরিজম ফেসিলিটি প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করুন।

  • 10/10

রক ক্লাইম্বিং (Rock Climbing)

এর সুযোগ দেশের বিভিন্ন জায়গায় থাকলেও এখানে যে বিশেষ রকে ক্লাইম্ব করতে পারবেন সেটি হল তেনজিং রক। বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগে এই পাথরেই ট্রেকিং প্রাক্টিস করে এভারেস্ট সামিট করেছিলেন। মাত্র ২০০০ টাকায় আপনি এক গর্বিত অনুভূতি লাভ করতে পারবেন।

 

Advertisement
Advertisement