Advertisement

লাইফস্টাইল

Best Summer Destination : জুনে ঘুরতে যাওয়ার সেরা ১০ জায়গা, দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 14 Jun 2021,
  • Updated 12:11 AM IST
  • 1/11

কেউ পছন্দ করেন পাহাড়, কেউ সমুদ্র। পর্যটকেরা ভালবাসেন প্রকৃতির সঙ্গে থাকতে। ভারতে এমন হাজারো জায়গা রয়েছে সেখানে বছরভর মানুষ ভিড় জমান। আমরা তার মধ্যে সেরা জায়গাগুলির ব্য়াপারে জানালাম। ছবি: গেটি ইমেজেস

  • 2/11

কেরল- কেরলে জুন মাসে বর্ষা শুরু হয়ে যায়। আর এই সময়ে এই রাজ্যের চেহারাই পাল্টে যায়। মুন্নারের পাহাড় পর্যটকদের কাছে দারুণ আকর্ষণের হয়ে ওঠে। নৌকৌ দৌড় থেকে শুরু করে হাইজ বোটে সফর- স্বাগত জানাবে কেরল। ছবি: গেটি ইমেজেস

  • 3/11

সোনমার্গ- পর্যটকদের আরও একটা আকর্ষণের জায়গা। এর অর্থ সোনার ময়দান। সমুদ্র থেকে এটি ২,৭৪০ মিটার ওপরে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের এক অন্য়তম সেরা পর্যটনস্থল। পাহাড় ঘেরা তুষারে। সে দৃশ্য বর্ণনার অতীত। ছবি: গেটি ইমেজেস

  • 4/11

মেঘালয়- বছরের পর বছর ধরে পর্যটকদের স্বাগত জানিয়ে এসেছে মেঘালয়। দেশের উত্তর-পূর্বের এই রাজ্যটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। এখানে বৃষ্টি দেখে থমকে যায় সব কিছু যেন। এশিয়ার সবথেকে সুন্দর গ্রামটি কিন্তি এ রাজ্যেই রয়েছে। সেটি হল মাল্লিনাঙ্গ। ছবি: গেটি ইমেজেস

  • 5/11

তাওয়াং- এই শহরটিকে বলা যেতে পারে হস্তশিল্পের এক বড়সড় কেন্দ্র। এখানে রয়েছে দেশের সবথেকে বড় বৌদ্ধ মঠ। পাহাড় আর ঝিল ঘিরে রেখেছে এই শহরকে। ছবি: গেটি ইমেজেস

  • 6/11

সিকিম- ঘুরতে ভালবাসেন আর সিকিমে ঢুঁ মারেননি, এমন পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। প্রকৃতি নিজেগে উজাড় করে দিয়েছে এই ছোট রাজ্যে। জুন মাসে ঘুরতে যাওয়ার জন্য এটি আদর্শ জায়গা। ছবি: গেটি ইমেজেস

  • 7/11

রূপকুণ্ড- দিল্লি বা তার কাছাকাছি যাঁরা থাকেন, তাঁদের জন্য এক আদর্শ জায়গা এটি। টুক করে পৌঁছে যাওয়া যায় সেখানে। এখান রয়েছে একের পর এক সুন্দর সব ঝিল। রয়েছে ক্যাম্পিং করার সুযোগ। ছবি: গেটি ইমেজেস

  • 8/11

কুন্নুর- দক্ষিণ ভারতের এই অংশে নতুন কিছু খুঁজে পাওয়া যেতেই পারে। নীলগিরি পর্বতের প্রেমে পড়ে যাবেন। স্নিগ্ধ বাতাবরণ মনকে শান্ত করে তুলবে। চা-বাগান আর পাহাড়ের মায়া কাটিয়ে বাড়ি ফেরা বেশ মুশকিল। ছবি: গেটি ইমেজেস

  • 9/11

লাদাখ- এটিও এক অত্যন্ত প্রিয় জায়গা। মোটামুটি বলা যেতে পারে, এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে বেড়াতে যাওয়া যায়। তাপমাত্রা কম থাকার কারণে গরম কালে প্রচুর মানুষ ঘুরতে যান। তবে কিছু মানুষ শীতকালেও লাদাখে বেড়াতে যান। ছবি: গেটি ইমেজেস

  • 10/11

কুফরি- স্কাইংয়ের জন্য অনেক মানুষ ভিড় জমান কুরফিতে। মহাসু পাহাড়ের মাথায় চলে স্কাইং করতে পারবেন। এখানে রয়েছে হিমালয়ান ন্য়াশনাল পার্ক। সেখানে বিরল প্রজাতির বেশ কিছু প্রাণী রয়েছে। ছবি: গেটি ইমেজেস

  • 11/11

ধর্মশালা- হিমালয়ের কোলের এক শহর। পাহাড় আর মঠ। সারা বছর মানুষের ভিড় লেগেই থাকে সেখানে। ধর্মশালার ৫ কিলোমিটার দূরে রয়েছে ম্য়াকল্যান্ড গঞ্জ। ছবি: গেটি ইমেজেস

Advertisement
Advertisement