Advertisement

লাইফস্টাইল

Break Up Reasons: সব ঠিক চললেও ৩ মাস আগেই জানা যায় ব্রেক আপ হবে, কীভাবে? চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট

Aajtak Bangla
  • 04 Jan 2023,
  • Updated 5:32 PM IST
  • 1/8

সব ঠিকঠাক চলছিল। বিয়ের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। একে অপরের প্রতি প্রেম ভরপুর। হঠাত্‍ ব্রেক আপ। কেন হল, তা মালুম হচ্ছে না। এমনকী ব্রেক-আপের কারণ খুঁজে পাচ্ছেন না ছেলে ও মেয়েটিও। এবার এর কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা। 

  • 2/8

গবেষণা রিপোর্টে দেখা গেল, যতই সব ঠিকঠাক চলুক ব্রেক আপ হওয়ার ৩ মাস আগেই ইঙ্গিত মেলে ব্রেক-আপের। কারণও জানা যায় ওই সময়েই।

  • 3/8

টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের একদল গবেষক ৬ হাজার ৮০৩টি ইউজারের ১ লক্ষ ২৭ হাজারের বেশি পোস্টের স্টাডি করেছেন। 

  • 4/8

এরা সকলেই ব্রেক আপ নিয়েই পোস্ট করেছেন। তার মানেই এই নয়, এদের সকলেরই ব্রেক আপ হচ্ছে বা হয়ে গিয়েছে। কিন্তু পোস্টের যে ভাষায় কিছু ইঙ্গিত স্পষ্ট। পোস্টের ভাষায় বদল চলে আসে। 

  • 5/8

গবেষক দলের ওই রিপোর্ট প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস জার্নালে প্রকাশি হয়েছে। গবেষকরা ব্রেক আপ-এর দু বছর আগে ও দু বছর পরের পোস্ট স্টাডি করেন। তাঁরা দেখতে পান, পোস্টের ভাষায় বদল ঘটছে।

  • 6/8

ব্রেক আপ হওয়ার ৩ মাস আগে থেকে পোস্টগুলির ভাষায় বদল ঘটা শুরু হচ্ছে। ব্রেক আপ হওয়ার ৬ মাস পরেও ভাষায় কোনও বদল নেই।

  • 7/8

পোস্টের ভাষায় এমন কিছু শব্দের বদল ঘটছে, যা মানুষ সাধারণত একেবারে নিজস্ব অভিব্যক্তি প্রকাশে ব্যবহার করে। সেই ভাষায় মনের মধ্যে অশান্তির আঁচ স্পষ্ট। 

  • 8/8

মানুষের বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা কমে যায়। নিজেকে কাটাছেঁড়া করার ভাষা পরতে পরতে থাকে পোস্টে। যেমন, 'আমি আমার জীবনের গল্প বলব কিনা, জানি না। মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি, আমাকে সাহায্য করুন। কিন্তু আমার গল্প অনেক বড়। আমি জানি না, এই কাহিনি শেয়ার করা উচিত হবে কিনা।' এরকম ধরনের মন উথালপাথাল হওয়া ভাষার প্রয়োগ দেখা যায়। 
 

Advertisement
Advertisement