রাত পোহালেই বড়দিন। ইতিমধ্যে বিশ্বজুড়ে শহরগুলি সেজে উঠেছে। অতিমারী আনন্দে ভাটা ফেলেছে অনেকটাই। খ্রীসমাস প্ল্যান কাট-ছাট করতে হয়েছে সকলকেই।
মূলত ঘরোয়া ভাবে বড়দিন উৎযাবনে মেতেছেন সকলের। সেজে উঠেছে বাড়ি থেকে অফিস সবই। কিন্তু করোনা পরিস্থিতির জেরে ওয়ার্ক ফ্রম হোমে যারা ব্যস্ত, এই বছর এরকম অনেকেই আছেন যারা এখনও সাজিয়ে উঠতে পারেন নি। তাঁদের জন্যে রইল শেষ মুহূর্তের বড়দিনের প্রস্তুতির চেক লিস্ট।
খ্রীসমাস ট্রি: বড়দিনের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছের মাপের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা, ড্রাম, বল, লাঠি, লজেন্স, রিবন ইত্যাদি দিয়ে গাছ সাজিয়ে ফেলুন।
আলো: বড়দিন মানেই আলো ঝলমলে পরিবেশ। বাড়িতে ভিন্ন ধরনের আলো দিয়ে সাজান। আপনার খ্রীসমাস ট্রি -ও মুড়ে দিন আলোতে।
মোম: বৈদুত্যিন আলো ছাড়াও রকমারি ও সুগন্ধি মোম দিয়ে ঘড় সাজাতে পারেন।
গিফ্ট বক্স: খ্রীসমাস ট্রিয়ের সামনে ভিন্ন মাপের গিফ্ট বক্স রঙিন কাগজ ও রিবন দিয়ে মুড়ে সুন্দর করে সাজিয়ে রাখুন।
ক্যান্ডি বা চকোলেট: বাচ্চাদের জন্যেও বড়দিন খুব আনন্দের। তাই ক্যান্ডি ও চকোলেট মজুত রাখুন বাড়িতে। এতে তারা থাকবে আরও হ্যাপি মুডে।
কেক : কেক বেকিংয়ের সমস্ত উপকরণ আছে কিনা আরও একবার মিলিয়ে নিন।
ডেসার্ট: যে কোনও উৎসবে মিষ্টি মুখ মাস্ট। বড়দিনে আত্মীয় ও বন্ধু- বান্ধবেরা বাড়িতে আসেন। তাই প্রস্তুত রাখুন রকমারি ডেসার্ট। এক্ষেত্রে বাজারজাত খাবার না খেয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মিষ্টি।
উপহার: যুগ যুগ ধরে বড়দিনের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে উপহার প্রথা। পরিজন ও পরিবারের জন্যে শেষ মুহূর্তে কিনে ফেলুন মন পসন্দ উপহার।