মূত্রে দুর্গন্ধ এমন সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু মূত্রের দুর্গন্ধের ফেল কি ক্যানসার রোগ ছড়ায়? সেই প্রশ্নই অনেকের মধ্যে ঘুরপাক খায়।
হেলথলাইন নামে এক ওয়েবসাইটে এক চিকিৎসক জানান, মূত্র দুর্গন্ধের মাধ্যমেও ক্যানসারেও লক্ষণ চিহ্নিত করা সম্ভব।
তবে ওই গন্ধ কোনও মানুষ পায় না। কুকুররা সেই গন্ধ পেতে পারে। এই জন্য সেই সব কুকুরকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়।
মূত্রে দুর্গন্ধ সাধারণত বিভিন্ন কারণে হয়, নিচের রইল এমন কিছু কারণ
কম জল খেলে Dehydration এর সমস্যা হয়। আপনার মূত্রে সালফার বা অ্যামোনিয়ার তীব্র গন্ধ হতে পারে। প্রস্রাবে রাসায়নিক পদার্থ রয়েছে, যা পর্যাপ্ত পরিমাণে পাতলা না হলে একটি দুর্গন্ধ ছড়ায়।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস প্রস্রাবকে গন্ধযুক্ত করে তোলে। এতে রক্ত এবং মূত্রনালীর মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চালনের কারণে ঘটে।গন্ধযুক্ত প্রস্রাব তাদের ডায়াবেটিসের প্রথম লক্ষণ হতে পারে।
মূত্রনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণের প্রভাবে প্রস্রাবে গন্ধ হতে পারে। মূত্রাশয়, কিডনি, মূত্রনালী বা মূত্রনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। প্রস্রাবের সময় UTI ব্যথা হতে পারে।
যোনিতে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে আঁশটে গন্ধ হতে পারে। এই গন্ধ যোনি থেকে এক প্রকার তরল নির্গত হলে তখন হয়।