দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় ধনতেরাস।
এই বছর ধনতেরাস পড়েছে ২ নভেম্বর, মঙ্গলবার। এই বছর ধনতেরাসে বিশেষ শুভ যোগ রয়েছে পুজো ও কেনাকাটার জন্য। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ধনতেরাসে লক্ষ্মী- গণেশ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা -রুপো বা ধাতু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে। অতিমারীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে সকলকে পাঠান ধনতেরাসের শুভেচ্ছা।
আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। ধনতেরাসের শুভেচ্ছা।
আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, ধনতেরাসের পুণ্য লগ্নে এই কামনাই করি। ধনতেরাসের শুভেচ্ছা!
ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী-গণেশ আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। ধনতেরাসের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।
মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ ধনতেরাস ২০২১!
এই ধনতেরাসে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ ধনতেরাস!
সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী আসুক সবার ঘরে! শুভ ধনতেরাস ২০২১...
ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ- অশান্তি, আসুক সুখ সমৃদ্ধি! শুভ ধনতেরাস!