Advertisement

লাইফস্টাইল

Happy Vishwakarma Puja 2021: বিশ্বকর্মা পুজোয় WhatsApp, Facebook, Instagram-র মাধ্যমে শুভেচ্ছা জানান

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2021,
  • Updated 8:19 AM IST
  • 1/10

ঋগবেদ অনুসারে, বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। এমনকী দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন বিশ্বকর্মার পুজো করেন। 
 

  • 2/10

সব দেব -দেবীর পুজো তিথি মেনেই করার রীতি হিন্দু ধর্মে। আর সেই তিথি অনুযায়ী পড়ে পুজোর তারিখ। তবে বিশ্বকর্মা পুজো কিন্তু মূলত একই দিনে উদযাপন হয় প্রতি বছর। এই বছরও বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর।

  • 3/10

জেনে নিন বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Vishwakarma Puja 2021 Messages) দিতে পারেন আপনি।

  • 4/10

যে জন করে তোমার অর্চনা, পূরণ হয় তাঁর কর্ম চেতনা। শেষ ভাদরে তুমি পুজিত ধরায়, মনে মনে সবাই তোমার প্রণাম জানাই। শুভ বিশ্বকর্মা পুজো! 

  • 5/10

বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রভু সকলকে সমৃদ্ধি দান করুক। 

  • 6/10

কামার কুমোর তাঁতি চাষি, আমরা সবাই বিশ্ববাসী। তোমার কর্মের আমরা কর্মী, জাত যতই হোক ভিন্ন ধর্মী, কর্ম বিনা ধর্ম কি হয়? জয় বাবা বিশ্বকর্মার জয়! 

  • 7/10

সত্যযুগে তুমি স্বর্গ সাজালে, তেতা যুগে লঙ্কা বানালে, দাপরেতে মথুরা নগরী, কলিতে সাজালে ভবপুরী...জয় বাবা বিশ্বকর্মা!  

  • 8/10

 ভগবান বিশ্বকর্মা আপনার পেশাদার জীবনকে সাফল্যে পূর্ণ করুক। শুভ বিশ্বকর্মা পুজো! 

  • 9/10

বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আপনার মনের সকল বাসনা পূরণ হোক। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা! 

  • 10/10

প্রতিটি শিল্পকর্মে উন্নতি হোক আপনার। আজকের এই বিশেষ দিনে এই কামনা করি। শুভ বিশ্বকর্মা পুজো ২০২১! 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement