লাফিং গ্যাসের ব্যবহারে অনেকে খুব হাসেন। কিন্তু, আপনি কি জানেন যে, এই গ্যাস আপনার Depression ও কমিয়ে দেয়। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য সামনে এসেছে। গবেষকরা জানিয়েছেন, ডিপ্রেসেড রোগীদের মধ্যে লাফিং গ্যাস প্রয়োগ ভালো ফল দিয়েছে।
একথা অনেকেরই জানা, নাইট্রেস অক্সাইডের সামান্য ডোজ মানুষকে হাসাতে পারে। আবার শারীরিক যন্ত্রণা থেকেও মুক্তি দেয়।
এবার জানুন কীভাবে ডিপ্রেসেন কমায় লাফিং গ্যাস। Washington University School of Medicine-এর গবেষকরা জানিয়েছেন আমাদের শরীরে N-methyl-D-aspartate নামের কোষ থাকে। লাফিং গ্যাস ব্যবহারের ফলে সেই কোষগুলি ব্লক হয়ে যায়। যা ডিপ্রেসন কমাতে সাহায্য করে।
গবেষকরা জানিয়েছেন, NMDA কীভাবে মুড বদলায়, তা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে লাফিং গ্যাস কাজ করছে। ডিপ্রেসন কমাচ্ছে।
অ্যান্টিডিপ্রেসেনের ওষুধ যারা খান, তাদের জন্য লাফিং গ্যাস কার্যকরী বলেও দাবি করছেন গবেষকরা। মোট ২৪ জন ডিপ্রেসেনের রোগীকর উপর এর পরীক্ষাও করানো হয়।
গবেষকরা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের মধ্যে ডিপ্রেসেড রোগীরা যাদের উপর লাফিং গ্যাস ব্যবহার করা হয়েছিল, তারা সুফল পান।