Advertisement

লাইফস্টাইল

Omicron Symptoms:থাকছে না জ্বর, পাচ্ছেন স্বাদ-গন্ধও! তাহলে ওমিক্রন সংক্রমণের উপসর্গ কী?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2021,
  • Updated 2:06 PM IST
  • 1/7

গোটা  বিশ্বে ত্রাস ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যে ভারতেও থাবা বসিয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দেশের রাজধানী দিল্লিতেও মিলেছে মিক্রন আক্রান্তের হদিশ। 
 

  • 2/7

দিল্লির লোক নায়েক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত ৷ তাঁদের মধ্যে ১ জন ওমিক্রনে আক্রান্ত। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন এই খবর নিশ্চিত করেছেন ৷ 

  • 3/7

জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ভারতে শীর্ষে উঠবে। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। এ ছাড়া আইআইটি কানপুরের বিজ্ঞান বিভাগের প্রোফেসর এবং ডাইরেক্টর মনিন্দর আগরওয়াল জানিয়েছেন, জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে সংক্রমিতের সংখ্যা শীর্ষে থাকবে।

  • 4/7

স্বাভাবিকে ভাবেই এখন দেশে নতুন আতঙ্কের নাম ওমিক্রন। কিন্তু করোনার অন্য ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে সাধারণত যে সমস্ত উপসর্গ দেখা যায় এই নতুন ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে সেই উপসর্গ অনেকটাই আলাদা। 
 

  • 5/7

এর আগে করোনার প্রাথমিক উপসর্গ ছিল জ্বর, স্বাদ-গন্ধ চলে যাওয়া, সর্দি-কার্শি। 
 

  • 6/7

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েসনের চেয়ারপার্সন ডা: অ্যাঞ্জেলিক কোয়েটজি জানিয়েছেন, যাঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত তাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাদ-গন্ধ চলে যাওয়ার মতো কোনও উপসর্গ নেই। 
পরিবর্তে তাঁদের মধ্যে নতুন একগুচ্ছ উপসর্গ দেখা যাচ্ছে। সেগুলি হল-শরীরে দুর্বল ভাব ও যন্ত্রণা, মাথাব্যথা। 

  • 7/7

 ডা: অ্যাঞ্জেলিক কোয়েট জানাচ্ছেন, অনেক ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে চূড়ান্ত মাথাব্যাথায় ভুগছেন তাঁরা। দেহে জ্বর না আসার মতো উপসর্গগুলি যদি চলে যায় সেক্ষেত্রে করোনা চিহ্নিত হতে সময় লাগবে বলেই আশঙ্কা  চিকিৎসা বিশেষজ্ঞদের।

Advertisement
Advertisement