পুজো দেখতে বেরিয়ে প্যান্ডেলে কোনো মেয়ের সঙ্গে আলাপ হয়েছে? মেয়েটিকে দেখেই আপনার ভাল লেগেছে। তারপর নম্বর এক্সচেঞ্জও হয়েছে। নিয়মিত চ্যাটও চলছে। কিন্তু বুঝতে পারছেন না মেয়েটিও আপনাকে ভালবাসছে কিনা!
এটা একটা কঠিন সমস্যা, কারণ মেয়েরা কখনোই সরাসরি আপনাকে ভালোবাসি বলবে না। তবে আপনি কিভাবে বুঝবেন কোন মেয়ে আপনার প্রেমে পড়েছে? মেয়েরা সহজে ভালোবাসার কথা প্রকাশ করেনা। তবে মেয়েরা অনুভবের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে যাতে আপনি তাকে প্রথম প্রেমের প্রস্তাব দেন।
কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা?
কেউ সত্যি আপনাকে ভালোবাসে কিনা সেটা বোঝার কোন যন্ত্র নেই, কিন্তু উপায় আছে। প্রথমেতো মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা আপনি তার চোখ দেখে বুঝতে পারবেন। যখনি চোখে চোখ পড়বে তার চোখে একটু লজুক ভাব দেখতে পাবেন এবং মেয়েটা চোখ নিচু করে নেবে। আপনি যদি চোখের ভাষা বুঝতে না পারেন তবে আরও উপায় আছে। মেয়েটি বার বার আপনাকে বহিঃপ্রকাশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। মানে ঠিক এইভাবে, গরমে আপনি চকোলেট আইসক্রিম খেতে পছন্দ করেন সে আপনাকে মাঝে মাঝে চকোলেট আইসক্রিম খাওয়াবে। তেমনি শীতে আপনাকে বলবে ভালোকরে কোট পড়ো, কান চাপা দাও, মাফলার পড়োনি কেন ইত্যাদি। ছোটখাটো বিষয়ে খেয়াল রাখবে।
মেয়েরা কিভাবে ভালবাসা প্রকাশ করে
মেয়েরা কখনোই সরাসরি ভালোবাসা প্রকাশ করে না তবে সে তার ব্যবহারের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে সেও আপনাকে ভালোবাসে। যেমন- আপনাকে সন্মান করবে। আপনার সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনবে। বারবার আপনাকে কোন কারণ ছাড়াই ম্যাসেজ করবে। আপনাকে ফোন করবে বা মিস কল দেবে। আপনার সাথে বার বার দেখা করতে চাইবে। আপনার সাথে রেষ্টুরেন্টে খেতে চাইবে, বেরতে চাইবে। আপনার কি পছন্দ না পছন্দ জিজ্ঞেস করবে, যেমন আপনার প্রিয় হিরো কে? আপনার প্রিয় নায়িকা কে? আপনি কি খেতে বেশি পছন্দ করেন? আপনার প্রিয় রঙ কোনটা এমনি ছোট ছোট প্রশ্ন করতে থাকে। এই সকল কারণেও বুঝতে পারবেন সে আপনাকে ভালবাসে কিনা।
মেয়েটি ভালবাসে কিনা তা বোঝার উপায়
মেয়েদের ভালবাসা বোঝার অনেক গুলো উপায় ওপরে বলা হয়েছে। একটি মেয়ের প্রেমে পড়ার লক্ষণ তার ব্যবহারে প্রকাশ পায়। মেয়েটি আপনাকে ভালোবাসলে রোজের দু'বার বা তার বেশি ফোন করবে।
আপনাকে সবসময় আপনার বিষয়ে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। বাড়ির সবাই কেমন আছে।
দিনের শেষে আপনাকে ফোন করে বলবে সে সারাদিন কি কি করলো।
আপনি কোন সমস্যায় পড়লে তার সমাধান দেওয়ার চেষ্টা করবে।
মাঝে মাঝেই আপনাকে বলবে, জানতো আজ আমার মনটা ভাল নেই, যাতে আপনি তার প্রতি মনোযোগ দেন।