Advertisement

লাইফস্টাইল

Supermoon 2021: বছরের প্রথম 'সুপার মুন'! ছবি শেয়ার করলেন বিশ্ববাসী

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2021,
  • Updated 10:06 PM IST
  • 1/7

২০২১ সালের প্রথম সুপার মুন বা গোলাপী চাঁদ সোমবার গভীর রাতে বিশ্বজুড়ে মানুষ প্রত্যক্ষ করেছে। প্রায় সারা পৃথিবীর লোকেরাই এই সুপার মুনের ছবি শেয়ার করছেন যা 'পিঙ্ক মুন' বা গোলাপী চাঁদ নামেও পরিচিত।
 

  • 2/7

এপ্রিলের এই চাঁদকে 'গোলাপী চাঁদ' বলা হয় কারণ এটি একটি বসন্তের ফুলের নামে নামকরণ করা হয়েছিল যা বহুবর্ষজীবী বন্যফুল উদ্ভিদ হিসাবে পরিচিত। এই পূর্ণিমার চাঁদকে 'ফিশ মুন' বা 'স্প্রাউটিং গ্রাস মুন' নামেও পরিচিত। বহু হিন্দু ধর্মের মানুষের কাছে এই দিনটি চৈত্রের হিন্দু চন্দ্র মাস অনুসারে হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয়।
 

  • 3/7

সুপার মুন কী?

সুপার মুন শব্দটি জ্যোতির্বিদ্যায় নয়, আসলে জ্যোতিষশাস্ত্রে উদ্ভূত হয়েছিল।  যখন একটি পূর্ণ চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে সবচেয়ে কাছের পয়েন্টে থাকে তখনই সুপার মুন হয় বলে জানায় ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। এদিন চাঁদের আকারে কিছুটা বড় এবং স্বাভাবিকের চেয়ে আরও উজ্জ্বল দেখায়। যদিও অনেক ক্ষেত্রে খালি চোখে তা বোঝা যায় না।  

  • 4/7

সুপার মুন কীভাবে হয়?

পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথ কোনও নিখুঁত বৃত্ত নয়। পৃথিবী থেকে এটির গড় দূরত্ব ২৩৮,০০০ মাইল (৩৮২,৯০০ কিলোমিটার)। তবে পৃথিবী থেকে নিকটতম এবং দূরতম পন্থা প্রতি চন্দ্র মাসে স্থান পরিবর্তন করে। সুপার মুন আপনার কাছে বৃহৎ দেখাতে পারে যদি এটি দিগন্তের খুব কাছাকাছি থাকে।
 

  • 5/7

পরের পূর্ণিমা কবে?

আগামী ২৬ মে পরবর্তী পূর্ণিমা। প্রাচীন ঐতিহ্য অনুসারে এই চাঁদকে 'ফ্লাওয়ার মুন' হিসাবে আখ্যায়িত করা হয়। 

  • 6/7

গোটা বিশ্বে যখন কোভিড -১৯ অতিমারী চলছে, তখন সোমবার রাতে বিশ্ববাসী 'সুপার মুন' দেখতে পেলেন।

  • 7/7

আইফেল টাওয়ার, হোয়াইট হাউজ, স্ট্যাচু অফ লিবারটি কিছুই বাদ নেই সেখানে। বৃহদাকার এই চাঁদের সাক্ষী থাকলেন সকলে। 

Advertisement
Advertisement