ফুচকা অনেকেরই প্রিয়। টকঝাল ফুচকার স্বাদ নিতে সকলেই চান। আর তা যদি কলকাতার ফুচকা হয়, তা হলে তো কথাই নেই।
তবে বর্ষায় ফুচকা খেলে নানা শারীরিক সমস্যা তৈরি হতে পারে।
চিকিৎসকদের মতে, বর্ষার মরশুমে ফুচকা না খাওয়াই ভাল।
বর্ষায় ফুচকা খেলে শরীরে কী কী হয়, জেনে রাখুন...
বিশেষজ্ঞদের মতে, বর্ষায় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। তাই এই সময় ফুচকার টক দল খেলে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষায় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। তাই এই সময় ফুচকার টক দল খেলে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে।
ফুচকার টকজল বর্ষায় খেলে ডায়েরিয়ার সমস্যা হতে পারে।
এই সময় ফুচকা খেলে কোলনের ক্ষতি পারে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে। ফলে পেটের সমস্যা হতে পারে।
ফুচকার মশলা পেটে গেলে বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন।