Advertisement

লাইফস্টাইল

Pregnancy Trimester: প্রেগন্যান্সিতে ট্রাইমেস্টার মানে কী? হবু বাবা-মায়েদের জানা জরুরি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Jul 2025,
  • Updated 8:36 PM IST
  • 1/9

গর্ভাবস্থায় মহিলাদের শরীরে অনেক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলি কেবল অভ্যন্তরীণ নয়, বাহ্যিকও।

  • 2/9

গর্ভাবস্থার সময়কে তিনটি সময়ে ভাগ করা হয়, যাকে ট্রাইমেস্টার বলা হয়। প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার। 

  • 3/9

 জেনে নিন কোন পর্যায়কে কোন ট্রাইমেস্টার বলে বা একেকটা ট্রাইমেস্টারে কত মাস পর্যন্ত আছে। 

  • 4/9

ফার্স্ট (প্রথম) ট্রাইমেস্টার হল গর্ভাবস্থার প্রথম তিন মাস। গর্ভধারণের পর প্রথম তিন মাস বা ১ থেকে ১২ সপ্তাহের মধ্যে থাকে।

  • 5/9

এই সময় ভ্রূণ দ্রুত বিকশিত হয়। প্রধান অঙ্গগুলি গঠন করতে শুরু করে। গর্ভবতী মহিলার শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।

  • 6/9

সেকেন্ড (দ্বিতীয়) ট্রাইমেস্টার হল গর্ভাবস্থার চতুর্থ থেকে ষষ্ঠ মাস। এই সময় পেটের দু'পাশে ব্যথা অনুভূত হতে পারে।
 

  • 7/9

থার্ড (তৃতীয়) ট্রাইমেস্টার হল গর্ভাবস্থার সপ্তম থেকে নবম মাস। 
 

  • 8/9

বেশিরভাগ মায়েরা গর্ভাবস্থার ৩৮ থেকে ৪১ সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেয়।
 

  • 9/9

এই সময় জরায়ু প্রসারিত হতে থাকে ও জরায়ুর পেশী নিয়মিত বিরতিতে সংকোচন হতে শুরু করে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement