Advertisement

লাইফস্টাইল

PHOTOS: মাত্র ৭২ টাকায় থাইল্যান্ডে মিলছে হোটেল-রুম! যাবেন নাকি?

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 07 Jun 2021,
  • Updated 11:27 PM IST
  • 1/8

থাইল্যান্ডের পর্যটনের বিভাগের অন্যতম প্রধান যুথাসাক সুপাসোর্ন এক প্রেস বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ফুকেট পর্যটকদের আসার অনুমতি দিতে চলেছে। যাঁরা করোনার টিকা নিয়েছে, সেই সব স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটককে সেখানে আসার অনুমতি দেওয়া হবে।

  • 2/8

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, টিসিটি-র সভাপতি চমন শ্রীবাস্তব জানিয়েছে, গত ১৫ মাস ধরে থাইল্যান্ড আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। করোনার জন্য তাদেরও প্রচুর সমস্যা হচ্ছে। অনেক মানুষ কাজ হারিয়েছেন। পর্যটন সেই পরিস্থিতি বদলাতে পারে।

  • 3/8

ঘুরতে যেতে কারই না ভাল লাগে। তবে কারও ভাল লাগে সমুদ্রে, আবার কারও পাহাড়। কেউ একা তো, কেউ আবার দল বেঁধে। সে সব ফারাক থাক। যদি বলা হয় ৭২ টাকায় হোটেলের ঘর পাওয়া যাচ্ছে, তা-ও আবার বিদেশে, কেমন লাগবে? শুনেই মনে হবে, বাক্সপ্যাঁটরা গুছিয়ে রেরিয়ে পড়া যাক।

  • 4/8

ভারতের মানুষের কাছে থাইল্যান্ড বরাবরই এক আকর্ষণের জায়গা। তার মধ্যে ফুকেট বেশ পরিচিত নাম। প্রতি বছর বহু মানুষ সেখানে ঘুরতে যান। বলা হয়, এটি দম্পতিদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এক জায়গা। সেখানকার সব দৃশ্য মন ছুঁয়ে যায়। সেখানকার হোটেল, সমুদ্র সৈকত আর অ্যাডভেঞ্চার স্পোর্টসের নামডাক খুব।

  • 5/8

পর্যটকদের জন্য সেই বহু কাঙ্খিত ফুকেট ফের দরজা খুল দিচ্ছে। তবে তাঁরা একটা শর্ত রেখেছেন। আর তা হল টিকা বাধ্যতামূলক। আর এর মধ্যে এক সংস্থা একটা প্রচার শুরু করে দিয়েছে। যেখানে বলা হয়েছে অত্যন্ত কম খরচে সেখানে হোটেল পাওয়া যাবে। তারা বলছে 'ওয়ান নাইট, ওয়ান ডলার'। থাইল্যান্ডের পর্যটন পরিষদ (টিসিটি) এই কাজ করছে।

  • 6/8

এর মানে দাঁড়াচ্ছে, সেখানকার হোটেলে ঘর পেতে সামান্য কয়েকটা টাকা খরচ করতে হবে। ১ ডলার মানে দাঁড়াল ৭২ টাকা। তবে হোটেলের কয়েকটা ঘর এক ডলারে পাওয়া যাবে।

  • 7/8

সাধারণত সেখানে হোটেলে ঘর পেতে ১-৩ হাজার ভাট খরচ করতে হয়। ভারতীয় মুদ্রায় তা ২,৩২৮ টাকা থাকে ৬,৯৮৪ টাকা দাঁড়াচ্ছে।

  • 8/8

পরিকল্পনা করা হয়েছে, এই প্রকল্প সাফল্য দেখলে তা অন্যান্য শহরেও চালু করা হবে। এর মধ্যে ব্যাঙ্ককও রয়েছে।

Advertisement
Advertisement