সপ্তাহের শেষেই দীপাবলি। আলোর উৎসবে অন্যান্য বারের থেকে ছন্দপতন ঘটিয়েছে কোভিড পরিস্থিতি।
অতিমারী পরিস্থিতি ও করোনায় আক্রান্তদের কথা মাথায় রেখে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাজিতে।
মন খারাপ না করে দেখে নিন কীভাবে দীপাবলির আগে প্রস্তুত হবেন এবং কোন কাজটা করলে আনন্দে ভাটা পড়বে না। সঙ্গে বজায় থাকবে সুরক্ষাবিধি।
এই বছরের দীপাবলি পরিবার ও নিকট আত্মীয়ের সঙ্গে কাটান। খাওয়া দাওয়া, বাড়ি সাজানো ইত্যাদির মাধ্যমে মেতে উঠুন পরিবারের সঙ্গে।
দীপাবলির আগে ঘর পরিষ্কার করে নিন। এতে আপনার মন ভালো থাকবে। তার সঙ্গে শুভ তিথিতে আগমন হবে গৃহলক্ষ্মীর।
বাজিতে নিষেধাজ্ঞা তো কি হয়েছে? আলোর উৎসব দীপাবলিতে মনের পছন্দ মতো আলো দিয়ে ঘর সাজিয়ে নিন।
ধনতেরাস কিংবা দীপাবলির ঠিক আগের দিন আপনার বাড়ি সাজিয়ে নিন সুন্দর করে রঙ্গোলি করে।
দীপাবলি উপলক্ষে বাড়িতে নিজের হাতে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের মিষ্টি।
বন্ধু - পরিজনদের জন্যে নিজের হাতে তৈরি করুন কোনো উপহার এবং সেগুলি সযত্নে সাজিয়ে নিন।
আলোর উৎসবে এই বছর বাড়িতেই সকলে থাকুন সচেতন, সুরক্ষিত ও মেতে উঠুন আনন্দে।