Advertisement

Sleep Tips : রাতে ঘুম আসে না? লাল রঙের এই ছোট ফল খেয়ে দেখুন

Sleep Tips: ঘুম না হওয়ার অনেক কারণ থাকতে পারে। যার মধ্যে একটি হল ঘুমানোর আগে কী খাচ্ছেন।

ঘুম নিয়ে অনেকে অনেক সমস্যায় ভোগেন (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 01 Mar 2022,
  • अपडेटेड 8:48 AM IST
  • ঘুমানোর সময় অনেককে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়
  • সারাদিন পরিশ্রম করলে রাতে ভাল করে ঘুম হয়
  • কিন্তু অনেকেই আছেন যাঁদের সারাদিন ক্লান্ত থাকার পরও রাতে ঘুমাতে অনেক কষ্ট করতে হয়

Sleep Tips: রাতে ঘুমানোর সময় অনেককে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সারাদিন পরিশ্রম করলে রাতে ভাল করে ঘুম হয়। কিন্তু অনেকেই আছেন যাঁদের সারাদিন ক্লান্ত থাকার পরও রাতে ঘুমাতে অনেক কষ্ট করতে হয়। 

ঘুম না হওয়ার কারণ
ঘুম না হওয়ার অনেক কারণ থাকতে পারে। যার মধ্যে একটি হল ঘুমানোর আগে কী খাচ্ছেন। পুষ্টিবিদ রোজি মিলেন জানাচ্ছেন, রাতে ভাল ঘুমের জন্য আপনার কী খাওয়া উচিত এবং কী করা উচিত নয়। রোজি বলেন, কিছু জিনিস আছে যেগুলো ঘুমানোর আগে খাওয়া উচিত নয়। রোজি বলেন, ঘুমানোর আগে কফি খাওয়া একেবারেই উচিত নয়।

রোজি ব্যাখ্যা করেছেন যে ক্যাফেইনের প্রভাব শরীরে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা স্থায়ী হয়। তাই আপনি যদি রাত ৯টায় রাতের খাবারের পরে এক কাপ কফি খান, তবে চার ঘন্টা পরেও ক্যাফেইনের প্রভাব আপনার রক্তে থেকে যায়। এবং আপনি জেগেই থাকেন।

আপনি যদি রাতে ভাল করে ঘুমাতে চান, তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনি দিনের ২টোর পরে কফি খাবেন না। এ ছাড়া ঘুমের ব্যাঘাতের জন্য অ্যালকোহলও দায়ী বলেও জানিয়েছেন রোজি। শোওয়ার আগে অ্যালকোহল খাওয়া ঘুমের গুণমান এবং সময়কালকেও প্রভাবিত করে।

এড়িয়ে চলুন এগুলো
এছাড়া রোজি আরও বলেন, আপনি যদি রাতে ভাল ঘুম চান, তাহলে চকোলেট বিস্কুট খাওয়া এড়িয়ে চলুন। চকোলেটে ক্যাফেইন পাওয়া যায়। যা আপনার ঘুমের ওপর খারাপ প্রভাব ফেলে। ক্যাফেইন মেলাটোনিন নামক হরমোন নিঃসরণে বিলম্ব করে। এই হরমোন ঘুম আনতে কাজ করে।

ঘুমের জন্য ভাল
রোজি আরও বলেন, ঘুমনোর আগে কিছু জিনিস খেলে খুব ভাল ঘুম হয়। এমন পরিস্থিতিতে ঘুমানোর আগে বাদাম, চেরি বা ক্যামোমাইল-চা খেতে পারেন। চেরিতে মেলাটোনিন থাকে। আর বাদামে ম্যাগনেসিয়াম থাকে। যা আপনাকে পেশী শিথিল করতে সাহায্য করে। অন্যদিকে ক্যামোমাইল-চা আপনার শরীরকে শান্ত রাখতে সাহায্য করে।

Advertisement

একই সঙ্গে ঘুমানোর কয়েক ঘণ্টা আগে ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার না করাও ভাল ঘুম হতে সাহায্য করে। আসুন জেনে নেই অন্য কোন জিনিসগুলি আপনাকে ঘুম আসতে সাহায্য করতে পারে

-আখরোট
-সাদা ভাত
- প্যাশনফ্লাওয়ার চা
-ক্যামোমাইল চা
-বাদাম
-কিউই
-চেরি রস
- চর্বিযুক্ত মাছ

আরও পড়ুন: হোয়াটসঅ্য়াপের সব থেকে বড় সমস্যা মিটতে চলেছে, আসছে শানদার ফিচার

আরও পড়ুন: সেচের জল থেকে ধানে যাচ্ছে আর্সেনিক, ভাত কতটা নিরাপদ? 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement