বাস্তু শাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী বাড়িতে রাখা প্রতিটি জিনিসের এনার্জি থাকে। যখন কোনও ব্যক্তি আয়নায় তাঁর প্রতিবিম্ব দেখেন, এটাও একটা এনার্জি সৃষ্টি করে। শুধু তাই নয়, এটি দৈনন্দিন জীবনে অনেক সমস্যা ডেকে আনতে পারে। দেখে নিন এক নজরে।
বাড়িতে আয়না যদি সঠিক দিকে না রাখা হয়, তাহলে নেগেটিভ এনার্জি বয়ে আনতে পারে এটি। বাস্তু মতে, পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে পজিটিভ এনার্জি ঘোরাফেরা করে। তবে বাড়িতে যদি কোনও ভাঙা কাঁচ থাকে, জেনে নিন কী করবেন।
* বেশীরভাগ সময়ই যখন বাড়িতে কোনও আয়না ভেঙে যায় অনেকেই সেটা বাড়ির এক পাশে রেখে দেন। আর ঠিক এই কারণেই অনেক ক্ষেত্রে সমস্যা বাড়ির মধ্যেই রয়ে যায়। তাই ভাঙা কাঁচ সেই মুহূর্তে ফেলে দেওয়া উচিত।
* বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর ও পূর্ব দিকেই আয়না রাখা উচিত। সেই সঙ্গে অবশ্যই মাথায় রাখবেন আয়না যেন ঝাপসা না হয়। সব সময় পরিষ্কার আয়নায় মুখ দেখা ভাল।
আরও পড়ুন: এই ১০ বাস্তু টিপস মেনে চলুন! পরিবারে সুখ-শান্তি আসবেই
* চৌকো ফ্রেমের আয়না সবচেয়ে ভাল। নয় বাড়িতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এছাড়া আলমারির সামনে আয়না লাগানো থাকলে সংসাদে আর্থিক অভাব হয় না কখনও।
* বাস্তু মতে, বাড়ির দক্ষিণ বা পশ্চিমে কখনও আয়না রাখা উচিত না। এতে সংসারে বিভেদ বা ক্লেশ বাড়ে।
* এছাড়াও ঘরের দেওয়ালে মুখোমুখি আয়না লাগালে বিভিন্ন রকমের টেনশন তৈরি হয় সংসারে।
* বাড়িতে বিভিন্ন কাঁচের জিনিস থাকে সকলেরই। যেমন টেবিল, বাসনপত্র, ঘর সাজানোর জিনিস, এর মধ্যে যে কোনও কিছু ভেঙে গেলে অবশ্যই তা ফেলে দিন, বাড়িতে না রেখে।
আরও পড়ুন: ময়ূরের পালকেই কাটবে বাস্তু দোষ!
অনেক সময়েই বাড়িতে থাকলেও একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। আর্থিক ও শারীরিক সমস্যা পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকে। কিন্তু এর সমাধানের উপায় খুঁজে পান না অনেকে। উপরে দেওয়া বাস্তু টিপসগুলি আজ থেকেই মেনে চলুন। তাহলে অবশ্যই পরিবারে বজায় থাকবে সুখ-শান্তি- সমৃদ্ধি।