Advertisement

হটকেক এই ই-বাইক, বছরের শুরুতেই ২৯০০% বাড়ল বিক্রি

E-Bike Sale: গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে গোটা বিশ্বজুড়েই জনপ্রিয়তা পাচ্ছে ই-যান। এতে সাশ্রয় হচ্ছে বাইক চালকদের। পেট্রোলের চেয়ে কম খরচে সওয়ারি করা যাচ্ছে।

ব্য়াপক বিক্রি বেড়েছে ই-যানের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2022,
  • अपडेटेड 7:04 PM IST
  • জানুয়ারিতে রেকর্ড ই-যান বিক্রি।
  • গতবছরের তুলনায় ২৯০০% বিক্রয়বৃদ্ধি।
  • ভারতেও বাজার বাড়ছে ই-বাইকের।

যুগের তাল মিলিয়ে বাহনের রূপান্তর ঘটছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ই-যানের দিকে ঝুঁকছে আধুনিক প্রজন্ম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি বাড়ছে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা। বছরের শুরুতেই বাম্পার ব্যবসা করল ই-বাইক নির্মাতা ওয়ার্ডউইজার্ড ইনোভেশন অ্যান্ড মোবলিটি ( WardWizard Innovations & Mobility)। কোম্পানির ইলেকট্রিক দ্বিচক্র-যান বিক্রি বেড়েছে প্রায় ২৯০০ শতাংশ। 

Joy e-Bikes

Joy e-Bikes নামে টু-হুইলার বিক্রি করেছে সংস্থা। গত মাসে ৩৯৫১টি বাইক বিকিয়েছে। অথচ বছরখানেক আগেও মাত্র ১২৯টি ই-যান বিক্রি করত সংস্থা। ফলে বিক্রি বেড়েছে ২৯৬১ শতাংশ। 

আরও পড়ুন- Jio-র চেয়েও সস্তা ফোন আনছে Airtel? ৭৪০০ কোটির লগ্নি Google-র

২১ হাজারের বেশি বিক্রয়

২০২১-২২ আর্থিক বছরে ২১,২৩৭টি ই-যান বিক্রি করেছিল ওয়ার্ডউইজার্ড ইনোভেশন অ্যান্ড মোবলিটি। উলফ প্লাস, জেন নেক্সট নানু প্লাস, স্কাইলাইন ও হ্যারিকেন মডেল পছন্দ করেছেন ক্রেতারা। সংস্থার ১১টি ইলেকট্রিক স্কুটারের মডেল রয়েছে। 

আরও পড়ুন- চুরি যাওয়া স্মার্টফোন সুইচঅফ! এই কৌশলে জেনে নিন লোকেশন

বিক্রি বাড়ছে ই-যানের 

গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে গোটা বিশ্বজুড়েই জনপ্রিয়তা পাচ্ছে ই-যান। এতে সাশ্রয় হচ্ছে বাইক চালকদের। পেট্রোলের চেয়ে কম খরচে সওয়ারি করা যাচ্ছে। ওলা ইলেকট্রিক বাজারে আসার আগেই স্কুটার বিক্রি করে ফেলেছে। বিক্রি বেড়েছে আর্থার এনার্জির মতো সংস্থারও। তবে এখনও জীবাশ্ম জ্বালানির গাড়ির বিক্রির তুলনায় নগণ্য ই-যানের বিকিকিনি। তবে যেভাবে ই-যানের বাজার বাড়ছে বিশেষজ্ঞরা আশাবাদী। তাঁরা মনে করছেন, আগামী দিনে পেট্রোল-ডিজেলের গাড়িতে টক্কর দেবে ই-যান। সেই সঙ্গে নতুন প্রযুক্তিরও আমদানি হচ্ছে। যা ক্রেতাদের আকৃষ্ট করছে।

আরও পড়ুন- আর ফ্রি নয়, WhatsApp চ্যাট ব্যাকআপের জন্য খসবে গাঁটের কড়ি! 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement