ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি ফের নিয়ে এসেছে এক বিশেষ তীর্থযাত্রা প্যাকেজ। এক সফরেই ঘোরা যাবে চারটি প্রধান জ্যোতির্লিঙ্গ মন্দিরের সঙ্গে স্ট্যাচু অফ ইউনিটি। যারা কম খরচে ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলি ঘুরে দেখতে চান, তাঁদের জন্য এই প্যাকেজ একদম উপযুক্ত।
‘০৪ জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটি যাত্রা’ (NZBG65) নামে এই ভ্রমণটি নয় দিনের একটি আধ্যাত্মিক সফর। যাত্রার জন্য থাকছে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন। এই বিশেষ ট্রেনেই ভ্রমণকারীদের নিয়ে যাওয়া হবে দেশের নানা প্রান্তে অবস্থিত শ্রেষ্ঠ তীর্থস্থানে।
এই তীর্থযাত্রা শুরু হবে পঞ্জাবের অমৃতসর থেকে। সেখান থেকেই ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন যাত্রা শুরু করবে। প্রথম গন্তব্য উজ্জয়িনী। সেখানেই দর্শন করা যাবে মহাকালেশ্বর মন্দির, যা ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এখানকার বিখ্যাত ভস্ম আরতি দেখার জন্য সারা বছর দেশ-বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন।
উজ্জয়িনীতে রাত্রিবাসের পর পরের দিন যাত্রা শুরু হবে ওমকারেশ্বরের উদ্দেশে। নর্মদা নদীর তীরে অবস্থিত এই মন্দির শিবভক্তদের কাছে অন্যতম পবিত্র স্থান। শান্ত নদীর তীরে এই মন্দিরে পা রাখলেই মেলে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি।
এরপর সফরের অন্যতম আকর্ষণ স্ট্যাচু অফ ইউনিটি। কেভাদিয়ায় পৌঁছে দেখা যাবে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি। সেই সঙ্গে ঘোরা যাবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক। এই স্থানগুলি এখন গুজরাটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এরপরের গন্তব্য দ্বারকা। ভগবান কৃষ্ণের এই পবিত্র শহরে দর্শন করা যাবে দ্বারকাধীশ মন্দির। ভ্রমণকারীরা চাইলে শান্ত সমুদ্রতট ঘুরে দেখতে পারবেন বা নৌবিহারে অংশ নিতে পারেন।
এরপর যাত্রার শেষ ধাপ ভেরাবল ও সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। এই ঐতিহাসিক মন্দিরটি ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। সোমনাথের সন্ধ্যার আরতি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা—সমুদ্রের ঢেউ আর ঘণ্টাধ্বনির মিশ্রণে গড়ে ওঠে এক অলৌকিক পরিবেশ।
অষ্টম দিন রাতে ট্রেন ফের যাত্রা শুরু করবে অমৃতসরের পথে। নবম দিনে শেষ হবে এই ভক্তিভরা নয় দিনের সফর। চার জ্যোতির্লিঙ্গ ও স্ট্যাচু অফ ইউনিটি দর্শনের এই যাত্রা নিঃসন্দেহে ভ্রমণকারীদের মনে অমলিন স্মৃতি হয়ে থাকবে।
আইআরসিটিসির এই প্যাকেজের খরচও তুলনামূলকভাবে সাশ্রয়ী। স্লিপার ক্লাসে খরচ ১৯,৫৫৫ টাকা, ৩ এসিতে ২৭,৮১৫ টাকা এবং ২ এসিতে ৩৯,৪১০ টাকা। বুকিং ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে।