Advertisement

লাইফস্টাইল

Snowfall At Sikkim: অবশেষে ঝকঝকে আকাশ উত্তরবঙ্গের, বরফও পড়ছে সিকিমে; মন ভালো করা ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Oct 2025,
  • Updated 12:22 PM IST
  • 1/9

দুর্যোগ কাটার ইঙ্গিত। বৃষ্টি কমেছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায়। পাহাড় থেকে ডুয়ার্সে আপাতত স্বস্তি। আপাতত নতুন করে বৃষ্টির ইঙ্গিত নেই।

  • 2/9

আবহাওয়ার পূর্বাভাস তাতে বাড়তি ভরসা যোগাচ্ছে। আপাতত বর্ষা বিদায় নেবে বলেই বলা হচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে। 

  • 3/9

দীর্ঘদিন পর আকাশ পরিষ্কার থাকায় ফের উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পাশাপাশি মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে সোমবার থেকে। 

  • 4/9

সিকিমের নাথুলা, জিরো পয়েন্ট ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। যেদিকে চোখ যাচ্ছে শুধুই পেঁজা তুলোর মতো বরফ।

  • 5/9

এই মুহূর্তে পর্যটক কম। যে কজন পর্যটক রয়েছেন, তাঁরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বরফ পড়া। ঝুঁকি নিয়েও যাঁরা থেকে গিয়েছিলেন, তাঁরা এখন দারুণ খুশি।

  • 6/9

অনেককেই বরফের গোলা বানিয়ে ছোড়াছুড়ি খেলতে দেখা গিয়েছে। উচ্ছ্বসিত এলাকার লোকজনও। পর্যটকরা ফের ঢুকবেন সিকিমে বলে আশাবাদী তারা।

  • 7/9

গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টি-ধসে বিধ্বস্ত পাহাড় থেকে সমতল। সিকিম, কালিম্পং, মিরিকে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

  • 8/9

প্রবল ধসে একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। দফায় দফায় ধস সরিয়ে রাস্তা খোলা হয়েছে। আপাতত বৃষ্টি না হওয়াতে কিছুটা স্বস্তিতে সকলেই।

  • 9/9

পর্যটন সার্কিটও আশাবাদী যে পর্যটকরা নিরাপদে শীতকালীন ভ্রমণ শুরু করতে পারবেন। কারণ বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement