Advertisement

রাশিফল

Brihaspati Asta 2021: বৃহস্পতির সঙ্গে একযোগে শনি! মারাত্মক প্রভাব পড়তে চলেছে ৬ রাশির উপর

Aajtak Bangla
  • 18 Jan 2021,
  • Updated 1:01 PM IST
  • 1/13

জ্যোতিষশাস্ত্রে একই পথে আসতে চলেছে সূর্য, বৃহস্পতি এবং শনি। এই দুই বড় গ্রহের প্রভাবে সমস্যায় পড়তে পারেন ৬ রাশির জাতক জাতিকারা। জ্যোতিষেরা জানাচ্ছেন দুই বড় গ্রহের একই পথে আসার জন্য মেষ, বৃষ, তুলা, ধনু, মকর এবং কুম্ভ জাতকের জন্য বড় সমস্যা আসতে পারে।

  • 2/13

কুম্ভের শরীর ভাল যাবে না একেবারেই। তএব বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যদিও সেটা না নেওয়াই ভাল। কাজগুলি করুন ঠিকমত। আজ দুর্ঘটনার সম্ভাবনা আছে।
 

  • 3/13

টাকা নিয়ে সমস্যায় পড়তে পারে মীন। চিনাত ক্রমশ বাড়বে। বিনিয়োগ থেকে দূরে থাকুন। স্ত্রীর পরামর্শ নিন।

  • 4/13

ধনুর কাজে প্রভাব ফেলতে পারে বৃহস্পতি। পরিবারের সঙ্গে বিরোধ বাঁধবে। কোনও বড় কাজে যাওয়ার আগে বাড়ির সকলের পরামর্শ নিন। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

  • 5/13

বৃশ্চিকের ক্ষয়ক্ষতি হতে পারে। বাচ্চাদের নিয়ে চিন্তা বাড়বে। মুখের ভাষা সংযত করুন। কোনও কাজ করলে তা মন দিয়ে করুন। রাগের চোটে বড় কোনও ক্ষতি করে দিতে পারেন আপনি।
 

  • 6/13

কন্যার ভাগ্যও খুব একটা ভাল যাবে না। প্রেমে সমস্যা আসবে। কেরিয়ারে সমস্যা হবে। সন্তানরাও সমস্যায় পড়তে পারে। শারীরিক সমস্যা বাড়তে পারে। শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। 
 

  • 7/13

তুলার ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব খুব গুরুত্বপূর্ণ। সম্মান হানির আশঙ্কা আছে। সঠিক চাকরি না পাওয়ার সম্ভাবনা অনেকটাই। ব্যবসায় বিনিয়োগ না করাই ভাল। এই সময় কোনও শুভ কাজ না করাই শ্রেয়।
 

  • 8/13


সিংহ রাশির জাতকদের জমিজমা নিয়ে ভাবার সময় এসেছে। স্বাস্থ্যে ভাল যাবে না। পরিবারের প্রতি নজর দিন। সদস্যদের সঙ্গে বিবাদের আশংকা। কোনও আইনি সমস্যায় না জড়ানো ভাল।
 

  • 9/13

কর্কট রাশিকে অন্যদের থেকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে কেউ কেউ। কাজ করুন খুব মন দিয়ে। কর্মক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে।

  • 10/13

মিথুন রাশির জাতকদের ব্যবসা ও কেরিয়ারে ফোকাস করা উচিত। পরিবারের দিকেই বিশেষ দৃষ্টি দিন। বাড়ি কিংবা গাড়ি কেনার কথা ভাবলে তা পিছিয়ে দিন। এখনই কোথাও বিনিয়োগ করবেন না। খরচে লাগাম টানুন।
 

  • 11/13

বৃষকে নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে। মানসিক স্বাস্থ্যও ভালও যাবে না। টাকা লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। ভাগ্যে যা আছে আজ তাই হবে, এর উপর আপনার হাত নেই। খরচ করুন বুঝেসুজে।
 

  • 12/13

মেষের সময় খারাপ যাবে। কাজ সঠিক সময়ে হবে না। শরীর স্বাস্থ্যও ভাল যাবে না। খরচ বাড়বে সংসারে। বাবার সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। হলুদ রঙ আপনার জন্য শুভ।
 

  • 13/13

মকরে উপর চাপ বাড়বে। স্বাস্থ্যহানির আশংকা। কেরিয়ারকে সঠিক ভাবে দেখা উচিত। স্বাস্থ্যর জন্য খরচ বাড়তে পারে। ব্যাঙ্ক ব্যালেন্সে চোখ রাখুন। হলুদ জিনিশ এড়িয়ে চলুন।
 

Advertisement
Advertisement