Advertisement

রাশিফল

Sun Transit Effect: নববর্ষে সূর্যের রোষে এই রাশিগুলি, ঝগড়া-অর্থহানি, জানুন উপায়

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2022,
  • Updated 1:11 AM IST
  • 1/10

রাশি পরিবর্তন করেছে সূর্য। গ্রহের রাজা সূর্য গত ১৪ এপ্রিল, বৃহস্পতিবার মেষ রাশিতে প্রবেশ করেছে। জ্যোতিষীদের মতে, সূর্যের এই স্থানান্তর ৩ রাশির জন্য কষ্টদায়ী হতে চলেছে। 

  • 2/10

জ্যোতিষীরা বলছেন, এই রাশির জাতক-জাতিকাদের সঙ্কট বাড়বে। ফলে সতর্ক থাকতে হবে তাঁদের।      

  • 3/10

মেষ, বৃষ ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই যাত্রা কষ্টদায়ক হতে চলেছে। 
 

  • 4/10

মেষ - সূর্যের রাশিবদলে মেষ রাশির জাতক-জাতিকারা আগ্রাসী হয়ে উঠবেন। সাধারণ বিষয়েও ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়বে। অফিস-বাড়িতে অযথা ঝামেলা করবেন। তার প্রভাব পড়বে ব্যক্তিগত জীবনে এবং কর্মস্থলে। অহংকারের জন্য প্রেমিক-প্রেমিকাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বন্ধু ও পরিজনদের সঙ্গে বিবাদে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। 

  • 5/10

বৃষ- সূর্য আপনার রাশি থেকে মোক্ষ, ব্যয় ও ক্ষতির দ্বাদশ ঘরে বসে থাকবে। খরচ বাড়তে পারে। কাউকে ধারে টাকা দিয়ে থাকলে তা আর ফেরত পাবেন না। কর্মক্ষেত্রে শত্রু বাড়বে। তাই সতর্ক থাকা দরকার। আপনার মানসিক চাপ বাড়বে। ব্যবসাকে দাঁড় করাতে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে।    

  • 6/10

মীন - আপনাকে আর্থিক বিষয়গুলি সাবধানে সামলাতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবার ও ঘর চালানোর খরচ বৃদ্ধি পাবে। কেউ কেউ আপনার কথাবার্তায় রাগ ও অভদ্রতা দেখতে পারে। এতে অফিসের সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক প্রভাবিত হতে পারে।
 

  • 7/10

যে উপায়ে সূর্যের কৃপা পেতে পারেন- 
ঘর থেকে বেরানোর সময় মিষ্টিমুখ করে জল খেয়ে বেরোন। 
সকালে উঠে সূর্যকে জল নিবেদন করুন। 

  • 8/10

যে উপায়ে সূর্যের কৃপা পেতে পারেন- 

গায়ত্রী মন্ত্র জপ করুন। 
তামা, গম এবং গুড় দান করুন।

  • 9/10

যে উপায়ে সূর্যের কৃপা পেতে পারেন- 

প্রতিদিন ১০৮ বার ওঁ র রবয়ে নমঃ বা ওঁ ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রের জপ করুন।
সব কাজের শুরু করুন মিষ্টি খেয়ে। 
 

  • 10/10

যে উপায়ে সূর্যের কৃপা পেতে পারেন- 

বিষ্ণুর পুজো করুন। জপ করুন 'ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ'।
রবিবার সূর্যের ব্রত রেখে আদিত্য মন্ত্র জপ করুন। 

Advertisement
Advertisement