Advertisement

রাশিফল

Astro Tips Zodiac: দুর্ঘটনার আশঙ্কা কোন রাশির, মোটা মুনাফা লাভ হবে কার?

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Nov 2022,
  • Updated 9:09 PM IST
  • 1/12

১৬ নভেম্বর, ২০২২ তারিখে সূর্য মঙ্গলের অধিপতি গ্রহ বৃশ্চিকে প্রবেশ করতে চলেছে। এই গোচর রাশিচক্রের ১২ টি রাশির ওপরেই প্রভাব ফেলবে বলে মনে করছেন জ্যোতিষবিদরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশ্বাস যে, সূর্যের কৃপা ছাড়া জাতক-জাতিকারা উচ্চপদে অধিষ্ঠিত হতে পারেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, নব গ্রহের রাজা সূর্য মাসে একবার রাশি পরিবর্তন করে। আসুন দেখে নিই কারা কী লাভ পাবেন।

মেষ

সূর্যের সপ্তম দৃষ্টি এই রাশির দ্বিতীয় ভাগ সম্পদ ও পরিবারের ওপর পড়তে চলেছে। সূর্যের এই ট্রানজিটের কারণে জাতকরা হঠাৎ কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এই সময় যানবাহনের বিষয়ে জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। যাঁদের ক্রনিক রোগ রয়েছে, তাঁদের খুব সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। প্রেমের প্রস্তাব দেবেন না। বিনিয়োগের সময় সতর্ক থাকুন।

  • 2/12

বৃষ

সূর্য  এই রাশিতে চতুর্থ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে। এর কারণে জাতক-জাতিকাদের স্বাস্থ্য খারাপ হবে। হাড় সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সূচনা হতে পারে। এ সময় অহঙ্কার না দেখানই ভাল।

  • 3/12

মিথুন

এই রাশিতে সূর্যের দৃষ্টি দ্বাদশ ঘরের ওপর পড়তে চলেছে। এর ফলে জাতক-জাতিকাদের শত্রু দমন, ভাল চাকরির সুযোগ, কর্মক্ষেত্রে পদোন্নতি ইত্যাদির সুবিধে পাবেন। যাঁরা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাঁরা নতুন ব্যবসা শুরু করতে পারেন।

  • 4/12

কর্কট

কর্কট রাশিতে সূর্য দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে। এই রাশির জাতকরা এই সময় সন্তানদের দিক থেকে সুখ পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা ভাল ফল পাবেন। প্রেমের সম্পর্কের জন্য খুব একটা অনুকূল সময় নয়। রাজনীতি ও মিডিয়ার সঙ্গে যুক্তরা শুভ ফল পাবেন।

  • 5/12

সিংহ:

সিংহ রাশিতে সূর্য চতুর্থ ঘরে প্রবেশ করবে, অন্য দিকে সূর্যের সপ্তম ভাগের দৃষ্টি দশম ঘরের ওপর পড়েছে। এই সময়ে জাতক-জাতিকাদের সম্মান মিলবে, কর্মক্ষেত্রে ভাল কর্মদক্ষতা দেখাতে পারবেন।

  • 6/12

কন্যা

এই রাশিতে সূর্য দ্বাদশ ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। জাতক-জাতিকারা ভ্রমণে লাভ পাবেন। মিডিয়া, টেকনোলজি জগতের সঙ্গে যুক্ত তাঁরা ভাল সুযোগ পাবেন। 

  • 7/12

তুলা

তুলার জাতক-জাতিকাদের রাশিতে দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থ ও বাচনভঙ্গিতে সূর্যের প্রবেশ ঘটবে। অন্য দিকে, সূর্যের সপ্তম দৃষ্টি, অষ্টম ঘরের ওপর পড়তে চলেছে। এই সময়ে পিতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। পরিবার-পরিজনের কারণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। এই সময় আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে।

  • 8/12

বৃশ্চিক

এই রাশিতে সূর্যের কেন্দ্র-প্রধান রাজ যোগ তৈরি হবে। এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা লাভবান হবেন। জাতক-জাতিকাদের সাহস এবং বীরত্ব বৃদ্ধি পাবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে ভাল উন্নতি করবেন তাঁরা, জাতক-জাতিকারা নিজেদের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন।

  • 9/12

ধনু

এই রাশিতে সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করবে জাতক-জাতিকাদের ব্যয় বাড়বে। পিতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অর্থের লেনদেনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, পিতার সঙ্গে অযথা তর্কে না জড়ানোই ভাল। জাতক-জাতিকাদের সাফল্য অর্জনের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। নতুন বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভাল।

  • 10/12

মকর

এই রাশিতে সূর্যের সপ্তম দৃষ্টি এই রাশির পঞ্চম ঘরের ওপর পড়বে। এর ফলে জাতক-জাতিকারা ব্যবসায় ভাল লাভ করবেন, পরিবারে ভাই-বোনের সমর্থন মিলবে, সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন ।

  • 11/12

মীন

সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে প্রবেশ করবে। সূর্যের সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়বে। জাতকের মনে সাহস বাড়বে। ভাগ্যে ফিরবে। উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে। এই সময় তর্কে যাবেন না।

  • 12/12

কুম্ভ

এই রাশিতে সূর্য দশম ঘরে প্রবেশ করতে চলেছে। কেরিয়ারের দিক থেকে এই গোচর শুভ। কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণ হবে। তবে মানসিকভাবে স্থির থাকুন।

Advertisement
Advertisement