Advertisement

Holi 2022 : কোন রাশির জাতকের কোন রঙে হোলি খেলা উচিত? জানুন

জীবনে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা যতটা ইতিবাচক, ততটাই নেতিবাচকও। তাই জ্যোতিষশাস্ত্র থেকে বাস্তুশাস্ত্র, সর্বত্রই খুব ভেবেচিন্তে রঙ ব্যবহারের কথা বলা হয়েছে। এক্ষেত্রে যদি রাশি অনুযায়ী রঙ ব্যবহার করা যায় তবে গ্রহদোষ নিজের থেকেই কেটে যেতে থাকে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Mar 2022,
  • अपडेटेड 8:55 PM IST
  • রঙের উৎসব হোলি
  • রাশি অনুযায়ী রঙ খেললে কাটে গ্রহদোষ
  • জেনে নিন জ্যোতিষশাস্ত্র কী বলছে

হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিবছর চৈত্রমাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে উদযাপিত হয় হোলি (Holi 2022)। জ্যোতিষাচার্য ডা. বিনোদ জানাচ্ছেন, বসন্ত ঋতুকে স্বাগত জানাতে হোলি উদযাপিত হয়। হোলির আগে রয়েছে হোলিকা দহনের রীতি। ফাল্গুন মাসের পূর্ণিমায় অশুভ শক্তিতে হারিয়ে শুভ শক্তির জয়কে স্মরণে রেখেই করা হয় হোলিকা দহন। 

রাশি অনুযায়ী খেলুন হোলি
জীবনে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা যতটা ইতিবাচক, ততটাই নেতিবাচকও। তাই জ্যোতিষশাস্ত্র থেকে বাস্তুশাস্ত্র, সর্বত্রই খুব ভেবেচিন্তে রঙ ব্যবহারের কথা বলা হয়েছে। এক্ষেত্রে যদি রাশি অনুযায়ী রঙ ব্যবহার করা যায় তবে গ্রহদোষ নিজের থেকেই কেটে যেতে থাকে। 

মেষ ও বৃশ্চিক - এই দুই রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গলের রঙ লাল। তাই এই উভয় রাশির জাতকদেরই হোলির দিন লাল রঙের আবীর নিয়ে খেলা উচিত। চাইলে গোলাপি রঙ দিয়েও হোলি খেলতে পারেন।

বৃষ ও তুলা - এই উভয় রাশির অধিপতি শুক্র, যাকে সকালের তারা বা উজ্জ্বল নক্ষত্রও বলা হয়। শুক্রের রঙ সাদা এবং গোলাপী হিসেবে হয়। কিন্তু হোলিতে সাদা রঙ দিয়ে খেলা সম্ভব নয়। তাই রুপোলি রঙ ব্যবহার করা যেতে পারে। এছাড়া গোলাপি রঙ দিয়েও হোলি খেলা যায়।

মিথুন ও কন্যা - এই রাশিদের অধিপতি বুধ, যাকে গ্রহদের রাজকুমার বলা হয়। বুধের রঙ সবুজ বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে শুভ ফল পেতে এবং জীবনে সুখ-শান্তি বজায় রাখতে হলে এই দুই রাশির জাতক-জাতিকাদের উচিত সবুজ রঙ দিয়ে হোলি খেলা।

কর্কট - এই রাশির শাসক হল চাঁদ। চাঁদের রঙ সাদা। তাই কর্কট রাশির জাতকরা রুপোলি রঙ দিয়ে হোলি খেলতে পারেন। কিন্তু যেহেতু এই রঙে প্রচুর কেমিক্যাল মেশানো হয়, তাই আপনি চাইলে দইয়ে যেকোনো রঙ মিশিয়ে হোলি খেলতে পারেন।

Advertisement

সিংহ - এই রাশির অধিপতি সূর্য দেবতা। সূর্যের রঙ কমলা। তাই রঙের উৎসবে সিংহ রাশির জাতকদেরও হলুদ বা কমলা রঙে দিয়ে হোলি খেলা উচিত।

ধনু ও মীন - এই উভয় রাশির অধিপতি বৃহস্পতি এবং জ্যোতিষশাস্ত্রে এর রঙ হলুদ বলা হয়েছে। তাই এই দুই রাশির জাতক জাতিকাদের হোলিতে হলুদ রঙ দিয়ে খেলা উচিত। এটি তাঁদের জীবনে শুভ ফল দেবে। 

মকর ও কুম্ভ - এই উভয় রাশির অধিপতি গ্রহ শনিদেব। শনির রঙ কালো এবং নীল ধরা হয়। তাই হোলির দিনে, আপনি শনিদেবকে খুশি করতে এবং গ্রহের দোষ থেকে মুক্তি পেতে নীল রঙ দিয়ে খেলতে পারেন।

আরও পড়ুনকর্ণাটক HC-এর নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে হিজাব মামলা


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement