Advertisement

খেলা

T20 World Cup 2026: T20 বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদে, ইডেনে ম্যাচ আছে? বিস্তারিত রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Nov 2025,
  • Updated 11:53 AM IST
  • 1/9

২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে।

  • 2/9

হাতে আর বেশি সময় নেই। যদিও এখনও আইসিসি-এর পক্ষ থেকে এই টুর্নামেন্টের শিডিউল জানান হয়নি। মনে করা হচ্ছে আগামি সপ্তাহেই সেটা সামনে আসবে। তবে ইতিমধ্যেই কোথায় কোথায় এই টুর্নামেন্টের খেলা হবে, সেটা সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে ক্রিকবাজ।

  • 3/9

ক্রিকবাজের তরফে দাবি করা হয়েছে, মোট ৮টি জায়গায় খেলা হবে। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বইয়ের ওয়াংখেড়ে, দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম এবং চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের হতে পারে খেলা।

  • 4/9

আবার ও দিকে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়াম এবং সিংহালিজ স্টেডিয়াম এবং ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হতে পারে।

  • 5/9

শ্রীলঙ্কা বা পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলম্বোতে হতে পারে সেমিফাইনাল। যদি পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে না ওঠে, তাহলে দুটি সেমিই ভারতে হওয়ার কথা। আমাদের দেশে সেমিফাইনাল হলে একটি হবে আহমেদাবাদে এবং আরও একটি হতে পারে কলকাতায়।

  • 6/9

পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে খেলাটি হবে কলম্বোর প্রেমাদাশ স্টেডিয়ামে। তবে পাকিস্তান ফাইনালে না উঠলে খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বলেই খবর।

  • 7/9

মাথায় রাখতে হবে ইতিমধ্যেই ফাইনাল অনুষ্ঠিত করার অভিজ্ঞতা রয়েছে আহমেদাবাদের। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এখানেই অনুষ্ঠিত হয়। তারপর আবার ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে এই স্টেডিয়াম বলেই জানা যাচ্ছে।

  • 8/9

এই টুর্নামেন্টে অংশ নিতে পারে ২০টি দল। তাদের ৪টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রতিগ্রুপে থাকবে ৫টি করে দল। এই সব গ্রুপ থেকে দুটি করে দল সুপার ৮-এ যাবে। সেখান থেকে ৪টি দল যাবে সেমিফাইনালে। তারপর ফাইনালের পালা।

  • 9/9

যতদূর খবর, টেস্ট খেলা ১৩টি দেশই এই টুর্নামেন্ট খেলবে। পাশাপাশি কানাডা, নেদারল্যান্ডস, ইউএই, ওমান, নামিবিয়া এবং ইতালিও এ বারের বিশ্বকাপে অংশ নেবে। তবে এই বিশ্বকাপে আবারও নজর থাকবে ভারতের উপর। কারণ, ২০২৪ সালের শেষ টি২০ বিশ্বকাপ জিতে নেয় ভারত। তারপর থেকেই দারুণ ছন্দে রয়ছে দল। তাই এ বার ঘরে ট্রফি আসতে বলেই মনে করছে অনেক বিশেষজ্ঞ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement